Last Updated on February 14, 2022 by WBPAY
পূর্বে GIS Subscription এর একটি ক্যালকুলেটর এই ওয়েবসাইট এ দেওয়া হয়েছে [View]। সেটি গ্রেড পে অনুযায়ী ছিল। যেহেতু ROPA 2019 এর কার্যকারিতার কারণে গ্রেড পে প্রথা আর নাই, তাই পে লেভেল অনুযায়ী জিআইএস এর গ্রুপ এবং অ্যামাউণ্ট কত কাটাতে হবে তা এখানে এই ক্যালকুলেটর এ দেওয়া হল।