Health Scheme: এখন রাজ্য সরকারী কর্মীরা রাজ্যের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এর হাই প্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। এর জন্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে অন্তর্ভুক্ত থাকতে হবে। আগামী জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হবে। এতে উপকৃত হবেন প্রায় চার লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগী। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মচারীরা চাইলেও রাজ্যের একমাত্র মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করাতে পারতেন না। এবার সেই সুযোগ পাবেন সরকারি কর্মীরা। এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি SSKM সুপার পীযূষ রায় অর্থ দপ্তরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর পরই ঠিক করা হয় কবে থেকে পরিষেবা চালু হবে।
প্রাথমিকভাবে সম্মতি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই সুবিধা চালু করা হবে। নির্মাণাধীন ভবনটিতে উডবার্ন ছাড়াও ১৫০ টি কেবিন থাকবে। ওই কেবিনে সরকারি কর্মচারীরা ভর্তির সুযোগ পাবেন। সরকারি কর্মচারীরা কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, মেডিসিন সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ পাবেন।
এসএসকেএম রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ৩৫টি শয্যা রয়েছে। ওয়ার্ডে ভর্তি রোগীদের বাইরে যেতে হয় না। ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, ইকো কার্ডিওগ্রাফির সুবিধা রয়েছে। এই ব্লকে নার্সিং হোমের মতো একই পরিষেবা পাওয়া যায়। ফলে এই ওয়ার্ডে চিকিৎসা বেশ ব্যয়বহুল। এই ওয়ার্ডের ৩৫টি কেবিনের মধ্যে ১২টি কেবিনের দৈনিক ভাড়া ৪ হাজার টাকা, ১০টি কেবিনের দৈনিক ভাড়া আড়াই হাজার টাকা এবং ৬টি ডাবল বেডের কেবিনের দৈনিক ভাড়া ২ হাজার টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:-