Holiday

Holiday: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, দেখুন কবে পাবেন এই ছুটি

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী রাজ্যে ছুটির জন্যযে ঘোষণা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Holiday: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে দুটি নতুন ছুটির কথা ঘোষণা করেছিলেন। যার মধ্যে একটি হল করম পূজার ছুটি। এর আগের নোটিফিকেশন অনুযায়ী করম পুজোর জন্য আংশিক ছুটি বরাদ্দ ছিল। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত সরকারি অফিসে ছুটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন।

এবছর করম পূজা অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর (সোমবার)। নবান্নের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্বের বিজ্ঞপ্তির মডিফিকেশন করে ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার রাজ্যে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হলো। অর্থাৎ ঐদিন রাজ্য সরকারের অধীন সমস্ত সরকারি অফিস, স্থানীয় অফিস, কর্পোরেট অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।

Holiday on Account of Karam Puja
Holiday on Account of Karam Puja

দেখুন: পশ্চিমবঙ্গের সকল ছুটির তালিকা

Show More
Back to top button