News

Maternity Leave: মাতৃত্বকালীন ছুটি এখন কত দিন? ১৮০ দিন নাকি ৭৩০ দিন? এবার জট কাটল

মাতৃত্বকালীন ছুটি কি ৭৩০ দিন হয়েছে? দেখুন বিস্তারিত।

Maternity Leave: পশ্চিমবঙ্গের মহিলা সরকারি কর্মচারীরা প্রেগন্যান্সি ও সন্তান প্রসবের কারণে মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সম্প্রতি সরকারি কর্মচারী মহলে একটি বেশ চর্চা হচ্ছে যে, এই ছুটির মেয়াদ কি ৭৩০ দিন হয়েছে?

সম্প্রতি সিকিম সরকার তাদের সরকারি কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস থেকে বাড়িয়ে ১ বছর করেছে। আবার কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেছিলেন মাতৃত্বকালীন ছুটি নাকি ৭৩১ দিন পায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় ঘোষণা করলেন কেন্দ্র সরকারি কর্মচারীরা একেবারে ৭৩০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। এই সব ঘোষণা থেকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা কিছুটা ধন্ধে আছেন। আসলে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে কি ৭৩০ বা ৭৩১ দিন করা হয়েছে?

পশ্চিমবঙ্গের মহিলা সরকারি কর্মচারীরা ১৮০ দিন বা ৬ মাস মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। এবং চাইল্ড কেয়ার লিভ পান ৭৩০ দিন। এছাড়াও পুরুষ সরকারি কর্মচারীরা ওই একই কারণে ৩০ দিন পিতৃত্বকালীন সহ চাইল্ড কেয়ার লিভ ছুটি পেয়ে থাকেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার আগে বা পরে এই রূপ কোনো অর্ডার প্রকাশ করা হয়নি যে যেখানে মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে এমন বিবৃতি রয়েছে। তাই এটা মনে করা হচ্ছে যে, মুখ্যমন্ত্রী হয়তো চাইল্ড কেয়ার লিভ এর কথা বলতে গিয়েই এই কথাটি বলেছেন।

অর্থাৎ যতক্ষণ না কোনো নতুন অর্ডার প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ১৮০ দিন বা ৬ মাসই ধরতে হবে। এবং এর সাথে চাইল্ড কেয়ার লিভ ৭৩০ দিন বা ২ বছর আছে।

Back to top button