Dearness Allowance

DA Case: নভেম্বরে DA মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই, জানা গেল সুপ্রিম কোর্টের তথ্য

নভেম্বরেও DA মামলার শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম, পরবর্তী শুনানির দিন কবে?

DA Case Update: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির কোনো নির্দিষ্ট দিন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে এই মামলা উঠবে বলে জানা গেছে। তবে এবার জানা যাচ্ছে নভেম্বর মাসেও এই মামলা ওঠার সম্ভাবনা কমই আছে।

November da case at supreme court
DA Case Listing on the month of November

গত ১৪ জুলাই শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। ওইদিনের শুনোনির রায়ের কপিতে বলা হয়েছে এই মামলাটি বিস্তারিত আলোচনার প্রয়োজন তাই মামলাটি পরবর্তী কোন দিনে শুনানি হবে।

DA Case Judgement copy
DA Case Judgement copy

তবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নভেম্বরের ঠিক কোন দিন এই মামলাটি শুনানি হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। সুপ্রিম কোর্টের ছুটির তালিকা অনুযায়ী ২৩ শে অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত দশেরার ছুটি থাকবে। পরের দিন রবিবার। তারপর আবার ১৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর Diwali এর ছুটি আছে এবং পরের দিন ১৯ নভেম্বর রবিবার। আবার ২৭ শে নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। তাই বলা যেতে পারে DA মামলাটি যদি নভেম্বর মাসের শুনানি হয় তবে তা এতগুলি ছুটির দিন বাদ দিয়েই হতে হবে। অর্থাৎ সম্ভাবনা খুব কম।

আরো পড়ুন: SSC নিয়োগে চাঞ্চল্যকর তথ্য

পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী মহল আশা করছেন এই মামলাটি যত দ্রুত সম্ভব শুনানি হবে এবং একটা ইতিবাচক ফলাফল আসবে। তবে অনেকে মনে করছেন এতগুলো ছুটির কারণেই এখনও পর্যন্ত নির্দিষ্ট কোন দিন ঠিক হয়নি। দিন ঠিক করে অবশ্যই আপডেট দেওয়া হবে।

Join telegram group
Back to top button