News

SSC নিয়োগে চাঞ্চল্যকর তথ্য: ইমেইল এর মাধ্যমে নিয়োগ, CBI এর নজরে উপাচার্য

প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তাদের নাম ইমেল এর মাধ্যমে পাঠিয়ে দিতেন এসএসসি চেয়ারম্যান কে।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

West Bengal SSC Scam: পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারো চাঞ্চকর তথ্য সামনে এলো। এবার পার্থঘনিষ্ঠ উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সিবিআই এর নজরে এলো। শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই নয়, উনি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব সুবীরেশের অত্যন্ত  ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ওই উপাচার্যের নাম জানতে পেরেছেন CBI এর অফিসাররা।

কিছুদিন আগেই ওই উপাচার্যকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি উত্তরবঙ্গের একাধিক স্কুলে শিক্ষক-অশিক্ষক পদে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এবং ১৫০ জনের বেশি তাঁর মাধ্যমে বেআইনিভাবে নিয়োগ হয়েছে।

এই নিয়ম সংক্রান্ত কাজটি তিনি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যের সাথে যুগ্মভাবে করেছেন বলে সিবিআই এর তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তাদের নাম পাঠিয়ে দিতেন সুবীরেশ ভট্টাচার্যের কাছে তারপর সুবিরেশ বাবু সেই প্রার্থীদের নিয়োগ করেন। সিবিআই জানতে পেরেছে এই সমস্ত তথ্য আদান-প্রদান হতো ইমেইলের মাধ্যমে এবং এই ইমেইল গুলি সিবিআই এর হাতে এসেছে। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে এভাবে প্রায় ৩০০ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর পেয়েছে সিবিআই।

এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে আগেই গ্রেফতার করা হয়েছে। সিবিআই তদন্ত করে এই তথ্য পেয়েছে যে, দুর্নীতিবাজরা প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নিয়োগ দিয়েছে। এছাড়াও, তারা প্রার্থীদের যোগ্যতা জাল করে তাদের নিয়োগ দিয়েছে। এই দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। সিবিআই এই দুর্নীতির তদন্ত অব্যাহত রেখেছে এবং আরও অনেকেই গ্রেফতার হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Show More
Back to top button