Pensioner

ITR Filing: পেনশন পেলেও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে? নইলে কী সমস্যা?

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ দিন ৩১ শে জুলাই। সময় শেষ হওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কিনা।

Pensioner ITR Filing: আপনি যদি পেনশনার হন, তবে আপনার মনে একটি প্রশ্ন আসতেই পারে যে হয়তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনাকে করতে হবে না। এদিকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ দিন ৩১ শে জুলাই অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন আছে। এই নিবন্ধের মাধ্যমে আপনি সঠিক বিষয়টি জানতে পারবেন যে পেনশনার হলেও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে কিনা।

সাধারণত পেনশনাররা ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী প্রবীণ নাগরিকদের (Senior Citizen) ক্যাটাগরিতে পড়েন। ৬০ বছরের বেশি বয়স হলে এই ক্যাটাগরিতে পড়বেন। আবার যদি বয়স ৮০ বছরের বেশি হয় তবে অতি প্রবীণ নাগরিকদের (Super Senior Citizen) ক্যাটাগরিতে পড়বেন। এই দুই রকম ক্যাটাগরির জন্য পৃথক ইনকাম ট্যাক্স এর স্ল্যাব আছে।

২০২২-২৩ আর্থিক বছর অর্থাৎ ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার এর পুরানো হাইকোর্ট নিয়ম (Old Tax Regime) অনুযায়ী প্রবীণ নাগরিকরা তিন লক্ষ টাকা পর্যন্ত আয়করের ছাড় পাবেন। এবং অতি প্রবীণ নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাবেন। এছাড়াও ইনকাম ট্যাক্স রুলস এর অধীন সেকশন 80TTB অনুযায়ী এই দুই ক্যাটাগরির নাগরিকরা সেভিংস, ফিক্সড ডিপোজিট একাউন্টে, ডিপোজিট ইন্টারেস্টে এবং পোস্ট অফিস ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন।

রিটায়ারমেন্ট এর পর প্রাপ্ত পেনশন আসলে স্যালারি হিসেবেই ইনকাম ট্যাক্স এর রুলে ধরা হয়। এবং তা ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী করযোগ্য হয়। সুতরাং কর যোগ্য ইনকাম এর জন্য অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। অবশ্য ২০২১ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের ঘোষিত বাজেট অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষ থেকে ৭৫ বছরের ঊর্ধ্বে পেনশনারদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে ছাড় দেওয়া হয়েছে বিশেষ কিছু মানদণ্ড পূরণ করলে।

ITR ছাড়ের জন্য যোগ্যতার মানদণ্ড:

  • অবশ্যই একজন ভারতে বসবাসকারী নাগরিক (Indian resident) হতে হবে।
  • গত আর্থিক বছরে ৭৫ বছর বা তার বেশি বয়স হতে হবে।
  • সরকার দ্বারা উল্লেখিত কয়েকটি নির্দিষ্ট ব্যাংকে তাদের অ্যাকাউন্ট থাকতে হবে।
  • প্রবীণ নাগরিকের আয়ের উৎস হিসেবে কেবল পেনশন থাকতে হবে। কেবল একটি ব্যাংক একাউন্ট থাকা উচিত যা তারা পেনশন পাওয়ার জন্য ব্যবহার করেন।
  • পেনশনভোগীকে নির্দিষ্ট ব্যাংকে একটি ঘোষণাপত্র লিখতে হবে। এই ঘোষণায় সমস্ত প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
Join telegram group

WBPAY

The site wbpay.in is a collaborative platform voluntarily monitored by a dedicated group of West Bengal employees. The site features insightful posts and articles authored by experts in various fields, ensuring high-quality content that informs and engages the community. With a focus on transparency and public service, wbpay.in aims to provide valuable resources and updates relevant to the citizens and employees of West Bengal. For any query please mail us @ [email protected]

Related Articles

Back to top button