Primary TET 2023 Notification [PDF]: প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, প্রকাশিত হলো বিজ্ঞপ্তি, দেখুন এখানে
প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষার বিজ্ঞপ্তি। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আগামী প্রাথমিক টেট পরীক্ষার দিন। সঙ্গে বললেন কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
Primary TET 2023 Notification: প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২০২৩ সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার দিন ঘোষণা হল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় বুধবার সাংবাদিক সম্মেলন করে ২০২৩ প্রাথমিক টেট পরীক্ষার দিন (Date of Primary TET 2023) ঘোষণা করলেন। আগামী ১০ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। কবে থেকে আবেদন শুরু হবে তাও জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি। প্রকাশিত হলো প্রাথমিক টেট ২০২৩ এর বিজ্ঞপ্তি।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সভাপতির ঘোষণা অনুযায়ী এ বছর প্রাথমিক টেট পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হল আজ বুধবার সন্ধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সাথে পর্ষদ সভাপতি কারা এই পরীক্ষায় বসতে পারবেন তাও জানিয়ে দিয়েছিলেন। এবার বিজ্ঞপ্তিতেও তা স্পষ্ট হয়ে গেল।
আগামী কাল ১৪ সেপ্টেম্বর থেকে নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা শুরু হবে। এদিন সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে ৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত। বিস্তারিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে। পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী এ বছর আগের বছরের মতোই ওএমআর সিটের একটি কপি পর্ষদের কাছে থাকবে, এবং আরেকটি কপি পরীক্ষার্থীকে দেওয়া হবে। দুর্নীতিমুক্ত টেট পরীক্ষা সংঘটিত করার জন্য পর্ষদ বদ্ধপরিকর।
পর্ষদ সভাপতি আরও বলেছেন, ‘‘ প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ সালের টেট ডিসেম্বরের ১০ তারিখে সম্পন্ন হবে। পর্ষদের ওয়েবসাইটে বুধবারই বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে আবেদন নিবন্ধীকরণের কাজ শুরু হবে।’’
২০২২ সালের ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল শেষ প্রাথমিক টেট পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এ বছরও একই রকম ভাবে কড়া পর্যবেক্ষণের মাধ্যমে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৪ ই সেপ্টেম্বর ২০২৩ থেকে এবং আবেদন চলবে তিন সপ্তাহ ধরে। এই বছর বিএড প্রশিক্ষিত প্রার্থীরা প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে প্রাথমিকে কেবলমাত্র ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরাই যোগ্য হিসেবে গণ্য হবে। তবে টেট পাস করা মানেই নিয়োগ করা নয় এ কথা পরীক্ষার্থীদেরকে আরো একবার মনে করিয়ে দিলেন পর্ষদ সভাপতি।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন।