GPF

GPF স্টেটমেন্ট ডাউনলোড করতে সমস্যা হচ্ছে? দেখুন ৩টি সহজ সমাধান

GPF Statement Download: প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল (AGWB) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ২০২২-২৩ আর্থিক বছরের জেনারেল প্রফিডেন্ট ফান্ড (GPF) এর স্টেটমেন্ট ডাউনলোড করার নোটিফিকেশন দিয়েছে ২০ জুলাই। এবং এই জি পি এফ স্টেট্মেন্ট ডাউনলোড করা যাচ্ছে ২৭ জুলাই থেকে। তবে এই স্টেটমেন্ট ডাউনলোড করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন। কখনো ‘Database Error‘ মেসেজ দেখাচ্ছে, আবার কখনো অন্যান্য ‘PHP Error‘ দেখাচ্ছে। অনেকের আবার মোবাইল নাম্বার নথিভুক্ত না করার জন্য এই স্টেটমেন্ট ডাউনলোড করতে পারছেন না। আবার অনেকের ‘Wrong Credentials!‘ মেসেজ দেখাচ্ছে। আজকে এই নিবন্ধে এই সবগুলির সমাধান আপনি পেয়ে যাবেন।

১) GPF এ মোবাইল নাম্বার নিযুক্তিকরণ (Registration of Mobile Number to GPF):

পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার অন্যতম শর্ত হলো নিজের জিপিএফ একাউন্টের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা (GPF mobile number update)। কিন্তু এখনো অনেক কর্মচারীর ক্ষেত্রে মোবাইল নাম্বার সংযুক্ত নাই। তাই জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার সময় ‘মোবাইল নাম্বার সংযুক্ত নেই‘ এই ধরনের মেসেজ পাচ্ছেন। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি নিজেই আপনার মোবাইল নাম্বারটি জিপিএফ স্টেটমেন্ট এর সাথে লিংক করতে পারবেন। এবং প্র্যাকটিক্যালি দেখা গেছে এই পদ্ধতি ১০০ শতাংশ কার্যকরী। আমরা এই পদ্ধতি অবলম্বন করে দেখেছি 24 ঘন্টার মধ্যেই মোবাইল নাম্বারের সাথে জিপিএফ সংযুক্ত হয়ে গেছে।

i) সবচেয়ে প্রথমে অফিস লেটার হেড এ নিচের ফরম্যাটটি পূরণ করতে হবে। আমরাএখানে একটি ওয়ার্ড ফাইল দিয়ে দিচ্ছি যাতে আপনি ফাইলটি ডাউনলোড করে নিয়ে এডিট করে নিতেপারেন।

Proforma for Request to register a subscriber in the GPF Application of Pr. AG (A&E) W.B.

Sl. No.InformationDetail (উদাহরণ)
1.Full Name of the subscriberABIR SARKAR (আপনার নাম)
2.Full GPF number (ADM/WB/12345)MED/WB/23541(আপনার GPF নম্বর)
3.Date of Birth (DD/MM/YYYY)02/05/1986 (আপনার জন্মতারিখ)
4.HRMS id2015000542 (আপনার এমপ্লয়ী নং)
5.Mobile number to which SMS alerts to be sent987654321 (আপনার মোবাইল নং)
6.E-mail id (if available)[email protected] (আপনার ইমেইল এড্রেস)

Signature of Head of Office

ফর্মটি এখান থেকে ডাউনলোড করুন: Proforma for Request to register Mobile Number to GPF

ii) উপরের ফরমটি ডাউনলোড করে অফিসের লেটার হেডে পেস্ট করে সমস্ত ডিটেলস টাইপ করে প্রিন্ট করতে হবে। এই প্রিন্টেড ফরমেটটি হেড অফ অফিসের সই করে প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল এর মেইল আইডিতে মেইল করতে হবে। ইমেইল এড্রেস টি হল: [email protected]

iii) সবকিছু ঠিক থাকলে সাধারণত যেই দিন মেইল করবেন সেই দিনেই (ছুটির দিন বাদে) আপনার প্রদত্ত মেইলে রিপ্লাই আসবে। এবং মোটামুটি সেই দিন সন্ধ্যা থেকেই আপনি আপনার জিপিএফ একাউন্ট এ লগইন করতে পারবেন। তবে এই সময়ের মধ্যে যদি না হয় কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

২) ডাউনলোড করার সময় বিভিন্ন ত্রুটি দূরীকরণ এবং স্লো সার্ভার:

অনেকেই জিপিএফ স্টেটমেন্টটি ডাউনলোড করার সময় বিভিন্ন ধরনের মেসেজ পাচ্ছেন। কখনো ‘Database Error‘ মেসেজ দেখাচ্ছে, আবার কখনো অন্যান্য ‘PHP Error‘ দেখাচ্ছে। আসলে একই সাথে অনেকে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে চেষ্টা করার জন্য ওয়েবসাইটের ওপর অতিরিক্ত চাপের কারণে এই ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। এই ধরনের ত্রুটিগুলি এড়ানোর জন্য আপনি খুব সকালে অথবা অনেকটা রাত্রের দিকে লগইন করার চেষ্টা করুন।

৩) ভুল তথ্যের মেসেজ আসছে (Wrong Credentials):

অনেকের এমন মেসেজ আসছে যে আপনি যে তথ্যটি দিচ্ছেন তা ভুল অর্থাৎ Wrong Credentials মেসেজ। এমতাবস্থায় আপনাকে পুনরায় যাচাই করার অনুরোধ করবো আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলি ঠিক কিনা। মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা না থাকলেও অনেক সময় এই ধরনের মেসেজ আসে। অথবা একটি মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে এবং আপনি যদি অন্য কোন মোবাইল নাম্বার দেন তবে এই ধরনের মেসেজ আসতে পারে। অনেকের আবার জন্ম তারিখ ভুলের কারণেও এ ধরনের মেসেজ আসছে। আমাদের পরামর্শ আপনার যে মোবাইল নাম্বারটিতে জিপিএফ এর ব্যালেন্স সংক্রান্ত এসএমএসআসে সেই নাম্বারটি লিখুন। এবং পুরানো জি পি এফ স্টেটমেন্ট দেখে মিলিয়ে নিন আপনার জন্ম তারিখটি ঠিকঠাক দেওয়া আছে কিনা। জিপিএফ স্টেটমেন্ট এ যে জন্ম তারিখটি দেওয়া আছে সেটি এখানে লিখে লগইন করার চেষ্টা করুন।

আশা করছি এই কয়েকটি সমস্যার সমাধান হয়ে গেলেই আপনি আপনার ই-জি পি এফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই ধরনের আরও তথ্য এবং টিউটোরিয়াল সরাসরি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।

Join telegram group
Back to top button