SSC Case Update: রাজ্যে ৪৪ হাজার শিক্ষক নিয়োগে বাধা নয়, কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত
SSC Case Update: কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে রাজ্যে প্রায় ৪৪ হাজার শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যাবতীয় আইনি জট কেটে গেল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করায়, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে আর কোনও বাধা রইল না। আগামী ১৬ই জুন থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।
মামলার প্রেক্ষাপট
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি প্রায় ৪৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই এই নিয়োগ প্রক্রিয়া ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেয় কমিশন। কিন্তু ২০১৬ সালের বেশ কিছু চাকরিপ্রার্থী এই নতুন বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন এবং অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান। তাঁদের দাবি ছিল, পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে নতুন বিজ্ঞপ্তি জারি করা আইনসম্মত নয়।
হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়
ছুটিরকালীন বেঞ্চে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান যে, যেহেতু অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ১৬ই জুন থেকে শুরু হওয়ার কথা, তাই এই মুহূর্তে আদালত এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। মামলাকারীদের আবেদন অনুযায়ী, যদি কোনও সমস্যা হয়, তবে জুলাই মাসে এই মামলার শুনানি হতে পারে। অর্থাৎ, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছে।
এই রায়ের ফলে এসএসসি-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের তরফে আর কোনও আইনি বাধা রইল না। কমিশনের কর্তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আগামী ১৬ই জুন থেকেই চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সবার আগে খবরের আপডেট পান!
টেলিগ্রামে যুক্ত হনচাকরিপ্রার্থীদের জন্য স্বস্তি?
হাইকোর্টের এই রায়ে রাজ্যের কয়েক লক্ষ নতুন চাকরিপ্রার্থী অন্তত স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় তাঁরা হতাশায় ভুগছিলেন। এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার খবরে তাঁরা আশার আলো দেখছেন। আবার অনেক চাকরিপ্রার্থী বাতিল শিক্ষকদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়ার বিপক্ষে সওয়াল করছেন। এখন দেখার বিষয়, এসএসসি কতটা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।