SSC Teacher Protest: শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে এসএসসি শিক্ষকদের বিক্ষোভ, চাকরির দাবিতে অনড় আন্দোলনকারীরা

SSC Teacher Protest: যোগ্য বলে দাবি করা বরখাস্ত হওয়া এসএসসি শিক্ষক, শিক্ষাকর্মীরা আবারও চাকরির দাবিতে পথে নেমেছেন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর লেকটাউনের কালিন্দীর বাড়ির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল দাবি, অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, যতদিন না পর্যন্ত তাদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা পূর্ববর্তী আদালতের রায়ে চাকরি হারানোর ঘটনা, পরবর্তী পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কথাও উল্লেখ করেছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করারও দাবি জানান তারা।
উল্লেখ্য, আগের দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছিল সেন্ট্রাল পার্কে গিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার এবং রাস্তা অবরোধ না করার। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই আন্দোলনকারীদের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা যায়।
হাইকোর্টের নির্দেশ মেনে দুইজন আন্দোলনকারী চাকরিপ্রার্থী, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ্ত কোণার, বিধাননগর উত্তর থানায় হাজিরাও দেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শিক্ষকদের দুর্দশার কথা স্বীকার করলেও, সরকারি কর্মচারীদের ওপর আক্রমণ যে অনুচিত এবং রাজ্য সরকার যে তাদের প্রতি সহানুভূতিশীল, সে কথাও মনে করিয়ে দেন। বিচারপতি সেন্ট্রাল পার্ককে বিকল্প প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের পরামর্শ দেন এবং শিক্ষকদের দায়িত্বশীলভাবে, কোনও রাজনৈতিক ব্যক্তি বা বহিরাগতদের ছাড়াই প্রতিবাদ করার অধিকারের ওপর জোর দেন। এই পরিস্থিতি এসএসসি চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং সকলের নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে।