Recruitment News

Teacher Recruitment: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে আবার বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Teacher Recruitment Mamata Bandapadhyay: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে এদিন পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিয়োগের ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়।

এদিন জঙ্গলমহলে বৈঠকে বহু প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিক্ষক নিয়োগেরও তথ্য দেন তিনি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অলচিকি ভাষায় ৪৯ জন শিক্ষক নিয়োগ হবে। আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক। ইকো ট্যুরিজম হোক। আমরা সাঁওতালি স্কুল গুলোতে ৪৯ জন অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ করছি দ্রুত। যেখানে যেখানে শিক্ষক নেই।”

নিয়োগের বিষয়ে, মমতা আরও বলেন, “আমরা ১ হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি। এর পাশাপাশি যারা বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন তাঁরা ১২ হাজার টাকা করে পাবেন। আমরা ৭৩৮ টি আবেদন পেয়েছি।”

পুরুলিয়া সভা থেকে ৩৬২.৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ৩৬২.৩০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলাম। শিলান্যাস করলাম ৪ হাজার কোটি টাকার।”

Back to top button