Recruitment News

TET: প্রাথমিকে অ্যাকাডেমিক নম্বরের গুরুত্ব কমল, ৮০ শতাংশ নম্বর টেট থেকে, সিদ্ধান্ত মন্ত্রিসভার

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের একাংশের দাবি একাডেমিক স্কোর তুলে দেওয়ার। আসাম সরকার একাডেমিক স্কোর এর গুরুত্ব অনেকটাই কমিয়ে দিল।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

TET: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মের বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে আসাম রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরিপ্রার্থীর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের নম্বর কম আছে তারা দাবি জানিয়ে আসছেন একাডেমিক নাম্বার তুলে দিয়ে টেটের গুরুত্ব বাড়ানোর। এবার আসাম সরকার সেটাই করল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠক শেষ হওয়ার পর এ কথা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের একটা অংশ বিশেষ করে যারা পুরানো শিক্ষা মডেলে পরীক্ষা দিয়েছে তাদের একাডেমিক স্কোর বর্তমান ছাত্র-ছাত্রীদের তুলনায় অনেকটাই কম। তাই এই সমস্ত চাকরিপ্রার্থীদের দাবি একাডেমিক স্কোর এর গুরুত্ব কমিয়ে টেট এর গুরুত্ব বাড়ানোর জন্য।

শুক্রবার আসামের শিক্ষা মন্ত্রী Ranoj Pegu তার X post (tweet) এর মাধ্যমে জানিয়েছেন “আসাম মন্ত্রিসভা LP & UP শিক্ষক নিয়োগের নিয়ম পরিবর্তন করেছে। মেধা তালিকা প্রণয়নের ওয়েটেজ হবে HS (5%), স্নাতক (10%), D.El.Ed (5%) এবং TET (80%) । আলাদা করে কোন নিয়োগ পরীক্ষা হবে না।

এর সাথে বিয়ের দের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরো একটি টুইট এ জানান “NCTE নির্দেশিকা অনুযায়ী, বিএড UP স্তরে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতার মানদন্ড হিসেবে অনুমোদিত। “

Tweet of Education Minister

Show More
Back to top button