Govt Orders

WBFIN: চাকরিরত অবস্থায় প্রয়াত কর্মচারীর পরিবারের চাকরি পাওয়া আরও সহজ হল, দেখুন নবান্নের বিজ্ঞপ্তি

WBFIN: পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর, নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কম্পেনসনেট গ্রাউন্ডে নিয়োগের সময় টাইপিং টেস্টে শিথিলতা প্রদানের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে উপকৃত হবেন চাকরি কালীন মৃত সরকারি কর্মচারীর পরিবার। নিচে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হল।

WBFIN বিজ্ঞপ্তি সারাংশ:

বিজ্ঞপ্তি নং:6270-F(P2)
প্রকাশের তারিখ:24th November, 2023
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর, নবান্ন
বিষয়:Memorandum on the West Bengal Services (Recruitment to Clerical Cadre) Rules, 2019
সারাংশ:১. কম্পেনসনেট গ্রাউন্ডে এলডিসি পদে নিযুক্ত হওয়ার জন্য ছাড় দেওয়া হল।
২. এ সমস্ত কর্মচারী নিয়োগ করার জন্য টাইপিং টেস্টে পাস করার প্রয়োজন নেই।
৩. তবে অস্থায়ী বা প্রবেশনারি চাকরি কালীন সময়ের মধ্যে এই টাইপিং টেস্ট পাশ করতে হবে।
৪. উক্ত সময়ের মধ্যে টাইপিং টেস্ট পাশ না করতে পারলে চাকরি কনফার্মেশন হবে না এবং ইনক্রিমেন্ট পাওয়া যাবে না।

WBFIN বিজ্ঞপ্তি ব্যাখ্যা:

সাধারণত কোন সরকারি কর্মচারী চাকরি চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারের মধ্যে থেকে একজন যোগ্য ব্যক্তিকে কম্পেনসনেট গ্রাউন্ডে নিযুক্ত করা হয়। তবে এই সংক্রান্ত আবেদন গুলি বহুদিন ধরে দপ্তরে পড়ে রয়েছে। এবং টাইপিং টেস্ট সংক্রান্ত সঠিক ঘোষণার অভাবে কর্মচারীর পরিবার চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলেন।

এবার এই সমস্ত পরিবারের দুরবস্থার কথা মাথায় রেখে এলডিসি পদে নিযুক্ত হওয়ার জন্য টাইপিং টেস্ট পাশ করার জন্য ছাড় দেওয়া হলো। এই সমস্ত ব্যক্তির কাজে যোগদানের সময় টাইপিং টেস্ট পাস করার প্রয়োজন নেই। তারা এই শর্তে নিযুক্তিপত্র পাবেন যে, যতদিন তারা অস্থায়ী বা প্রবেসনারি অবস্থায় থাকবেন (দেখুন: No. 6060-F, 25/06/1979), তার মধ্যে এই টাইপিং টেস্ট পাশ করতে হবে। অন্যথায় টাইপ টেস্ট করার জন্য চাকরি কনফার্মেশন হবে না এবং পরবর্তী স্যালারি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত থাকবেন।

কম্পেনসনেট গ্রাউন্ডে নিযুক্ত কোন কর্মচারী উক্ত সময়ের মধ্যে টাইপিং টেস্টে পাস করতে না পারার কারণে যদি কয়েকটি ইনক্রিমেন্ট না পেয়ে থাকেন, তবে যেদিন তিনি পাশ করবেন তারপরের দিন থেকেই চাকরি কনফার্মেশন ঘোষণা করা হবে। এবং পূর্বের বন্ধ থাকা সমস্ত ইনক্রিমেন্ট বকেয়া হিসেবে প্রদান করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি অফিস গুলিতে এলডিসি পদে নিযুক্তিপত্র পেতে গেলে টাইপিং টেস্ট পাস করতে হয়। এই টাইপিং টেস্ট নেতাজী সুভাষ এডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করে। টাইপিং টেস্টে পাস করতে হলে ইংরেজিতে এক মিনিটে ২০ টি শব্দ এবং বাংলায় এক মিনিটে ১০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

Download: 6270-F(P2) Dated: 24th November, 2023

Back to top button