WBHS: সরকারি কর্মচারীদের দারুন সুখবর, হেল্থ স্কিমের সুবিধা অনেকটাই বাড়ল
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বীমার সুবিধা অনেকটাই বাড়ল। স্পেশাল ক্যাটাগরিতে যুক্ত হল CNCI হাসপাতাল/ নার্সিং হোম।
WB Health Scheme: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বীমার সুবিধা অনেকটাই বাড়ল। পশ্চিমবঙ্গের হেলথ স্কিমে (WBHS) প্রসঙ্গে সরকারি কর্মচারী, পেনশনার্স, ফ্যামিলি পেনশনার্স, এবং অল ইন্ডিয়া সার্ভিস এর অফিসাররা যারা পশ্চিমবঙ্গের কাজের সাথে যুক্ত তারা পশ্চিমবঙ্গ হেলথ স্কিম (West Bengal Health Scheme) এর মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা পান।
পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে এবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute, CNCI, Newtown) নথিভুক্ত হলো। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে একটি স্পেশাল ক্যাটাগরিতে যুক্ত হয়েছে। এর ফলে হেলথ স্কিমে থাকা সমস্ত সরকারি কর্মচারী-পেনশনার্সরা উপকৃত হবেন।
সোমবার ৩১ শে জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের মেডিকেল সেল এই অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছে। এই হাসপাতালটি স্পেশাল ক্যাটাগরিতে হেলথ স্কিমে যুক্ত হল এবং যার কোড নম্বর হলো- 0310014 | এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত Annexure-I (নিচে ডাউনলোড লিংক দেওয়া হল) অনুযায়ী সমস্ত রেট পাবেন এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করালে। অন্যান্য নথিভুক্ত হাসপাতালের মত এই হাসপাতালেও বহির্বিভাগ (OPD) এবং ইনডোর (IPD) চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের নিয়ম অনুযায়ী এখানে ২ লাখ টাকা পর্যন্ত নগদহীন (Cashless) চিকিৎসা পাওয়া যাবে। যেসব কর্মচারীর মূল বেতন মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি এবং যেসব পেনশনারদের মূল পেনশন ৭৫ হাজার টাকার বেশি তারা এই হাসপাতালে প্রাইভেট কেবিনের বেড পাবেন। এবং অন্যান্য সকল কর্মচারী ও পেনশনারা এই হাসপাতালে জেনারেল বেড পাবেন। এই সুবিধা ইনডোর চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই হাসপাতালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সমস্ত রকম চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। তাই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের নথিভুক্ত থাকা সরকারি কর্মচারী ও পেনশনাররা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন।
নগদহীন চিকিৎসার সুবিধা পাওয়া যাবে ১ আগস্ট ২০২৩ থেকে। এবং এই চিকিৎসা পাওয়া যাবে ৩১শে মার্চ ২০২৭ পর্যন্ত। তাই মনে করা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে যুক্ত হওয়ার কারণে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনারা অনেকটাই উপকৃত হবেন।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এই সংক্রান্ত নোটিফিকেশন এবং Annexure- I লিস্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন।