WBPSC: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল

WBPSC Recruitment Notice: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদন গ্রহণ করা হচ্ছে।
পদ
FISHERY EXTENSION OFFICER/ ASSISTANT FISHERY OFFICER/ ASSISTANT RESEARCH OFFICER/ FISHERY SUPERVISOR/ ASSAY ASSISTANT
গুরুত্বপূর্ন তারিখগুলো
আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ: 13 মে, 2024 (3 pm)
অফলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ: 14 মে, 2024।
সবার আগে খবরের আপডেট পান!
টেলিগ্রামে যুক্ত হনআবেদন পদ্ধতি
22 এপ্রিল, 2024 থেকে, আবেদন ফর্মটি শুধুমাত্র কমিশনের ওয়েবসাইট https://psc.wb.gov.in-এ অনলাইনে জমা দেওয়া যাবে। আবেদন করার আগে, প্রার্থীদের ওই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। যারা ইতিমধ্যে ওই ওয়েবসাইটে (https://psc.wb.gov.in) রেজিস্ট্রেশন করেছেন তাদেরও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।
বয়স সীমা, যোগ্যতা, বেতন স্কেল, শেষ তারিখ ইত্যাদি সংক্রান্ত বিশদ বিবরণ কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে 16 এপ্রিল, 2024 থেকে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: Download Now