Recruitment News

WBPSC এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রথম মাসে বেতন হবে ৬৬,৬৯৮ টাকা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), গ্রুপ এ ক্যাটেগরির অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দেখুন বিস্তারিত

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৫ শে জুলাই থেকে। এবং ১৭ ই আগস্ট পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি। পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিকরা আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ার জন্য। শূন্য পদ, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও বেতন সম্বন্ধে বিষয়গুলি নিচে উল্লেখ করা হলো।

পদের নামASSISTANT DIRECTOR OF AGRICULTURE
দপ্তরকৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
বেতনরোপা ২০০৯ অনুযায়ী পে লেবেল ১৬ ( Rs. ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০)
সব পে ও এলাউন্স মিলিয়ে প্রথম মাসে গ্রস বেতন হবে: ৬৬,৬৯৮ টাকা।
শূন্যপদ ১২২ টি
শিক্ষাগত যোগ্যতা১) আবশ্যিক: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে চার বছরের ডিগ্রী কোর্স সহ কৃষি বিভাগীয় বিষয়ে স্নাতক হতে হবে।
২) কাঙ্খিত: পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে সাম্যক জ্ঞান থাকতে হবে।
আবেদন ফি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি: ২১০ টাকা
এস সি/এস টি / PwBD ক্যাটাগরি: কোনো টাকা লাগবেনা।
বয়স সীমা০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
WBPSC Recruitment News
WBPSC Job news
WBPSC Job Notification

গুরুত্বপূর্ণ দিন:

আবেদন শুরু২৫ শে জুলাই ২০২৩
আবেদনের শেষ দিন১৭ ই আগস্ট ২০২৩ (বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত )
অনলাইনে ফি জমা করার শেষ দিন১৭ ই আগস্ট ২০২৩ (বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত )
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে অফলাইনে পেমেন্টের শেষ দিন১৭ ই আগস্ট ২০২৩
এডিট করার অপসন থাকবে ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৩ (বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত)

এখান থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন: WBPSC ADVT. NO. 05/2023

এপ্লাই করতে হলে এখানে ক্লিক করুন: Apply Now

Show More
Back to top button