Recruitment News

WBSSC: আজ উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ,সঙ্গে ব্রেক-আপ নম্বর, দেখুন এখানে [PDF]

আজ বিকালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WBSSC: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ বুধবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা (Upper Primary Merit List) প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বিকাল ৪টায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC Merit List) ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। মেধাতালিকার সাথে ব্রেকআপ মার্কও থাকবে।

তালিকায় ১৪৩৯৯ টি শূন্যপদের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম থাকবে। প্রার্থীরা তাদের নাম, রোল নম্বর, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রাপ্ত নম্বর এবং TET পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন।

বুধবার এসএসসিকে ৭ দিনের মধ্যে মেধাতালিকাভুক্ত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশদিয়েছিল আদালত। 15 দিনের মধ্যে মামলাটি পুনরায় শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হবে।

২০১৪ সালে ১৪,৩৩৯ টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই নিয়োগ প্রক্রিয়া 2023 সালেও সম্পন্ন করা যায়নি। অবশেষে আদালতের হস্তক্ষেপে কাটতে চলেছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জট।

প্রার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছেন। তারা শহরের রাজপথে আন্দোলন ও বিক্ষোভ করেছেন। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি পেশ করেছেন তাঁরা। কিন্তু শেষমেশ কোন সুরাহা হয়নি। কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। স্কুল সার্ভিস কমিশন এখন আদালতের নির্দেশ মেনে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে।

৯ বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে বলে আশাবাদী অনেক প্রার্থী। তারা আশা করছেন খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়ার জট কাটবে এবং তারা নিয়োগপত্র পাবেন। এসএসসি বিভিন্ন স্কুলে উচ্চ প্রাথমিক স্তরে শূন্যপদ যাচাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে। যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। তবে বিষয়টি আদালতের রায়ের উপর নির্ভর করবে।

Download WBSSC Upper Primary Merit List [PDF](Live Link)

Show More
Back to top button