WBSSC: উচ্চ প্রাথমিকের সংশোধিত মেধা তালিকা প্রকাশ করল এস এস সি, সঙ্গে গুরুত্বপূর্ণ নোটিশ
WBSSC: গত ২৩ শে আগস্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) উচ্চ প্রাথমিকের মেধা তালিকা (Upper Primary Merit List) এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করেছিল। সেই তালিকায় কিছু ভুল থাকার কারণে শুক্রবার আবার নতুন সংশোধিত মেধা তালিকা প্রকাশ করল কমিশন। কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আদালতের নির্দেশে দীর্ঘ নয় বছর ধরে চলা উচ্চ প্রাথমিকের মামলার অগ্রগতি হয়েছে। গত ২৩ শে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করেছিল। চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই সেই তালিকা অনুযায়ী মিলিয়ে নিয়েছেন তাদের প্রাপ্ত নাম্বার এবং পদমর্যাদা (Rank) ।
পূর্বে মেধা তালিকায় কিছু বিষয়ে ফিমেল ক্যাটাগরির তালিকা যুক্ত ছিল না। এ বিষয়ে কিছুটা সংশোধন করা হয়েছে। কমিশনার তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রযুক্তিগত ভুলের কারণে কিছু ক্যাটাগরির rank ভুল ছিল। এবং তার সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করা হলো। তবে কোন প্রার্থীর ব্যক্তিগত স্কোর এবং তুলনামূলক rank এর কোন পরিবর্তন হয়নি।
নিচের লিঙ্কে ক্লিক করে সংশোধিত মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট এর কপি ডাউনলোড করে নিতে পারেন।
Revised Merit List: Click here to view the Panel
Revised Waitlist: Click here to view the Waitlist