Finance News

ITR Filing: বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে? আপনিও ITR ফাইল করে পাবেন এই সুবিধা গুলি

আপনার ইনকাম শুন্য হলেও ITR ফাইল করে রাখুন, পাবেন অনেক সুবিধা।

ITR Filing: আপনি যদি কোন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, অথবা নিজস্ব কোন ব্যবসা করেন এবং আপনার আয় যদি আড়াই লক্ষ টাকার নিচেও হয় তবুও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন বা ITR ফাইল করে নিতে পারেন । আইডিয়ার ফাইল করলে পেয়ে যেতে পারেন একাধিক সুবিধা।

সাধারণত ইনকাম ট্যাক্সের কথাটা শুনলেই একটা ধারণা করা হয় যে, যাদের ইনকাম আড়াই লক্ষ টাকার উপরে তারাই নাকি শুধু ITR ফাইল করবেন। আসলে এটা সঠিক নয়, আপনার ইনকাম যদি শূন্য হয় তাহলেও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। এখন অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা খুবই সহজ।

দেখুন: 7 Easy Steps to e-filing Income Tax Return

ITR ফাইল করার সুবিধা গুলি

তবে ইনকাম ইনকামের সীমার নিচের ব্যক্তি ও কেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন সেটি আমরা এখন আলোচনা করব।

১) ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা থাকলে পরবর্তী সময় বিভিন্ন ব্যাংকে লোন নেওয়ার জন্য সুবিধা হবে। যে কোন ব্যাংকের লোন নিতে হলে অন্ততপক্ষে তিন থেকে পাঁচ বছর এর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রয়োজন হয়। আপনি যদি এখন কোন রকম ব্যবসা না করেন, কিন্তু পরবর্তী বছর গুলিতে ব্যবসা করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নিন। তা সে এখনকার ইনকাম যদি শূন্য হয় তাও করে নিন।

২) অনেক সময় ব্যাংক বা কোন ইন্সুরেন্স এর টাকা আপনার একাউন্টে ক্রেডিট হলে তার থেকে কিছু পরিমাণ ইনকাম ট্যাক্স কেটে রাখে ওই সংস্থা। আইটিআর ফাইল করলে এই টাকাটি আপনি আপনার অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবেন।

৩) আপনি যদি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডা ভ্রমণের পরিকল্পনা করেন তবে আইটিআর ফাইল করা প্রয়োজন। ভিসা উপলব্ধ করার সময় চেক করা হয় যে আপনার ভারতে কোন অবৈধ ইনকাম আছে কিনা এবং আপনি অবৈধভাবে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন কিনা। তাই, বিদেশ ভ্রমণের সময়, বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে সর্বদা আইটিআর ফাইল এর Acknowledgment সঙ্গে নেবেন।

৪) যখন উচ্চ রিটার্ন কভারযুক্ত জীবন বীমা করবেন তখন বীমা কোম্পানিগুলি আপনার আইটিআর ফাইল দেখতে চায়। আপনার আয়ের ওপর নির্ভর করে রিটার্ন কভারটি।

সুতরাং আপনি যদি আড়াই লক্ষ টাকার উপরে ইনকাম করেন তবে তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে। কিন্তু এখন আপনি যদি কিছু ইনকাম নাও করেন বা আড়াই লক্ষ টাকার নিচে ইনকাম করেন, তাও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করাই সমীচীন। কারণ ভবিষ্যতে এটি আপনার অনেক কাজে লাগবে।

Back to top button