Leave Application: রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন
Leave Application: রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য ছুটির আবেদন ও অনুমোদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও গাইড লাইন প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। দপ্তরের কর্মচারীদের সকল ছুটি এমনকি ক্যাজুয়াল লিভ (CL) ও অনলাইনে আবেদন করতে হবে।
তবে ইতিমধ্যে রাজ্যের সকল দপ্তরে অনলাইনে ছুটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। WBIFMS পোর্টালের HRMS মডিউল এর মাধ্যমে এই ছুটির আবেদন করা যায়। এর জন্য কর্মচারীর নিজের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে WBIFMS এর ESE অপশন থেকে ছুটির আবেদন করতে হবে।
দেখুন: কিভাবে ছুটির আবেদন করবেন
উল্লেখিত বিজ্ঞপ্তিতে ছুটি সংক্রান্ত সকল দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ছুটির ব্যালান্স আপডেট করার পদ্ধতি ও দায়িত্বভার, আবেদন ও ফরওয়ার্ড করার প্রক্রিয়া ইত্যাদি বিষয় বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন: