শিক্ষা

HS Semestar System: Exam, Full Marks, Centers | উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা পদ্ধতি ও পাঠক্রমের ব্যাপক পরিবর্তন আনছে। চলুন দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন হবে সেমিস্টার পদ্ধতিতে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একটি বিজ্ঞতি প্রকাশ করে এই জল্পনায় সিলমোহর দিয়েছে। এবার সংসদের অন্দর থেকে জানা গেল উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার পদ্ধিতি। নিজের স্কুলে নাকি অন্য স্কুলে পরীক্ষা হবে? কতবার পরীক্ষা হবে? MCQ নাকি ডেস্ক্রিপটিভ উত্তর হবে? এই সকল তথ্য জেনে নিন এই প্রতিবেদন থেকে।

সংসদ সূত্রে জানা যাচ্ছে, এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হলে সেই শিক্ষার্থীদের থেকেই শুরু হবে এই সেমিস্টার পদ্ধতি। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা হবে MCQ টাইপ এর। এই পরীক্ষা OMR Sheet ব্যবহার করে হবে। এবং এই পরীক্ষার খাতা দেখা হবে কম্পিউটারাইজড সিস্টেমে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে বর্ণনামূলক পদ্ধতিতে। এবং এই খাতা শিক্ষক মহাশয়ের দ্বারা ম্যানুয়ালি দেখা হবে।

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে। এবং উভয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চ মাসে। এমনটাই জানা যাচ্ছে।

আরো জানা গেছে যে, একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা নিজের বিদ্যালয়েই হবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা বাইরের সেন্টারে দিতে হবে। অর্থাৎ এবার উচ্চ মাধ্যমিকের জন্য দুই বার বাইরের স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে পরীক্ষার্থীদের। অর্থাৎ বিষয়টি সংক্ষিপ্ত আকারে দেখালে যা হয় তা হল:-

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন
শ্রেণীসেমিস্টারপরীক্ষার মাসপ্রশ্নের ধরণসেন্টার
একাদশপ্রথমনভেম্বর মাসMCQনিজ বিদ্যালয়
একাদশদ্বিতীয়মার্চ মাসবর্ণনামূলকনিজ বিদ্যালয়
দ্বাদশপ্রথমনভেম্বর মাসMCQবাইরের সেন্টার
দ্বাদশদ্বিতীয়মার্চ মাসবর্ণনামূলকবাইরের সেন্টার

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে যে, রাজ্য সরকার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির সূচনার জন্য অনুমতি দিয়েছে। বিস্তারিত পাঠক্রম খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির অনুমোদন, বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button