Health Scheme

WB Medical Cell হেলথ স্কিম এর জন্য ট্রেনিং এর ব্যবস্থা করলো কারা সুযোগ পাবেন?

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের মেডিকেল সেল পশ্চিমবঙ্গ হেলথ স্কিম এর কর্ম দক্ষতা বৃদ্ধির উপলক্ষে একটি অফলাইন ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করলো। এই ট্রেনিং প্রক্রিয়া টি শুরু হতে চলেছে আগামী জুলাই মাস থেকে। যার জন্য ইতিমধ্যেই অনলাইনে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গেছে। এই মধ্যে এই ট্রেনিং প্রোগ্রামের ডিটেলস সহ কিভাবে আবেদন করবেন তার পদ্ধতিও আলোচনা করা হয়েছে।

Training program for Health Scheme:

Subject of Training1. Health Scheme Certificate Processing
2. Health Scheme Claim Processing
Date of trainingStarted from Jul 2023
Training VenueThe new office of Medical Cell, Finance Department, WB
Address: Conference cum Training Hall at 2nd Floor Old Khadya Bhavan, 11-A Mirza Ghalib Street, Kolkata-700087
Last date of applicationNot Defined

কারা ট্রেনিং প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে পারবেন?

নিম্নলিখিত স্টেকহোল্ডার ও তাদের ইউসার রা এই ট্রেনিং প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে পারবেন:

  • হেড অফ অফিস (HoO)/ হেড অফ ইনস্টিটিউশন (HoI) এর রেজিস্টার করা ইউসাররা
  • হেলথ স্কিম এ থাকা প্রাইভেট নথিভুক্ত হাসপাতাল
  • ড্রয়ইং এন্ড ডিসবারশিং অফিসার (DDO)
  • PAO/Treasuries
  • হেলথ স্কিম এ অন্তর্ভুক্ত সরকারি কর্মচারী / পেনশনার

কিভাবে ট্রেনিং এর জন্য নাম নথিভুক্ত করবেন ?

উপরে উল্লিখিত স্টেকহোল্ডার/ ইউসার রা নিজস্ব আইডি তে লগইন করে নিজেকে এবং আর একজন ইউসার কে মনোনীত করতে পারবেন। তবে প্রাইভেট নথিভুক্ত হাসপাতালের ক্ষেত্রে দুইজনকে মনোনীত করতে পারবেন।

এই নমিনেশনের ওপর ভিত্তি করে মেডিকেল সেল অংশগ্রহণকারীদের অ্যাপ্রুভ করবেন। এপ্রুভাল লেটারটি হেলথ স্কিমের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে।

ট্রেনিং টি সম্পূর্ণ অফলাইনে উপরিউক্ত স্থানে হবে এবং নির্দিষ্ট দিনে ট্রেনিং শুরু হওয়ার ১০ মিনিট আগে অবশ্যই প্রার্থীকে পৌঁছে যেতে হবে।

সফলভাবে ট্রেনিং সম্পন্ন করলে একটি সিস্টেম জেনারেটেড “সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন” প্রদান করা হবে।

এখন দেখে নেওয়া যাক কিভাবে নাম নথিভুক্ত করতে হবে। উদাহরণ হিসেবে এখানে হেড অফ অফিসের লগইন থেকে দেখানো হচ্ছে।

  1. প্রথমে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের ওয়েবসাইটে (https://wbhealthscheme.gov.in/First_page.aspx)
  2. এরপর “Training Details” মেনুতে ক্লিক করে “Nominating trainee” অপশন এ ক্লিক করতে হবে।
Nominating trainee of West Bengal Health Scheme

এরপর ট্রেনি ডিটেইলস এন্টার করার ফর্ম ওপেন হবে।

  1. এখানে প্রথমে ইউজার টাইপ সিলেক্ট করতে হবে।
  2. তারপর DDO কোড সিলেক্ট করতে হবে।
  3. তারপর কোন ট্রেনিং টি নেবেন সেটি সিলেক্ট করতে হবে।
  4. এবং এরপর নিচে নাম আসলে নামের উপর ক্লিক করতে হবে। সাথে সাথে ওই ইউজারের ডিটেলস চলে আসবে নিচে।
  5. এরপর “Apply” বাটনে ক্লিক করতে হবে।
Nominating trainee of West Bengal Health Scheme

কিভাবে অ্যাপ্লিকেশন করার পর। ওই একই মেনু থেকে অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস চেক করা যাবে। এবং এরপর নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথি সহ পৌঁছে যেতে হবে উপরে উল্লেখিত ঠিকানায়।

Download Order for Training program for Health Scheme:

File Details:


File Name: Training program for Health Scheme.pdf

Language: English

Order Number: 87-F(MED)WB

Order Date: 29/05/2023

No. of Pages: 2

File Size: 977 KB

WBPAY

The site wbpay.in is a collaborative platform voluntarily monitored by a dedicated group of West Bengal employees. The site features insightful posts and articles authored by experts in various fields, ensuring high-quality content that informs and engages the community. With a focus on transparency and public service, wbpay.in aims to provide valuable resources and updates relevant to the citizens and employees of West Bengal. For any query please mail us @ [email protected]

Related Articles

One Comment

Back to top button