GPF
WB GPF Rules: এক নজরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের GPF এর সব নিয়ম, জেনে নিন এখানে
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক এবং জরুরী একটি সঞ্চয়ের ফান্ড হলো জিপিএফ। একনজরে জিপিএফ সংক্রান্ত নিয়ম গুলি জেনে নিন।
WB GPF rules: আপনি যদি একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তবে অবশ্যই জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF সম্পর্কে অবগত আছেন। জেনারেল প্রভিডেন্ট ফান্ড (General Provident Fund) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি আদর্শ সঞ্চয়ের মাধ্যম। বাজার চলতি অন্যান্য ইনভেস্টমেন্ট (Investment) এর চেয়ে অনেক ভালো রিটার্ন পাওয়া যায় জিপিএফ থেকে। তবে জিপিএফ সংক্রান্ত অনেক তথ্যই সরকারি কর্মচারীরা হয়তো জানেন না অথবা গুরুত্ব দেন না। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সমস্ত নিয়মগুলি।
এক নজরে GPF এর সকল নিয়ম (WB GPF Rules):
- একজন সরকারি কর্মচারীর এক বছর চাকরির জীবন পূর্ণ হলে অবশ্যই বাধ্যতামূলকভাবে জিপিএফ এর সাবস্ক্রিপশন (GPF Subscription) নিতে হবে।
- একজন কর্মচারীকে সর্বনিম্ন তার বেসিক বেতনের ৬% অর্থ জিপিএফ একাউন্টে কাটাতে হবে (Minimum GPF Subscription Amount)।
- জিপিএফ সাবস্ক্রিপশন এর সর্বোচ্চ পরিমাণ ওই কর্মচারীর সম্পূর্ণ বেসিক পে (Maximum GPF Subscription Amount)।
- গ্রুপ ডি কর্মচারীদের জিপিএফ নাম্বারটি হবে WBIFMS এ প্রস্তুত এমপ্লয়ি নম্বরটি (GPF Account Number for Group D Employees)। এই কর্মচারীদের জিপিএফ এর তত্ত্বাবধায়ক হলো DPPG ।
- মার্চ থেকে শুরু করে বছরে দুইবার জিপিএফ এর subscription এর পরিমাণ বাড়ানো যায় এবং বছরে একবার কমানো যায়। এখন জিপিএফ সাবস্ক্রিপশন এর পরিমাণ WBIFMS পোর্টাল থেকে আবেদনের মাধ্যমে পরিবর্তন করা যায়।
- অবসর গ্রহণের তিন মাস আগে জি পি এফ এর সাবস্ক্রিপশন বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।
- একজন সাবস্ক্রাইবার তার পরিবারের এক বা একাধিক ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারেন (Nomination for GPF)। এখন সরকারি কর্মচারীরা WBIFMS পোর্টাল থেকে নমিনেশনের আবেদন পূরণ করতে পারেন।
- প্রতি আর্থিক বছরের জন্য এ জি বেঙ্গল (AGWB) থেকে জিপিএফ-এর অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করে নেওয়া যায় (GPF Account Statement Download)। যেখানে মোট balance, subscription এর পরিমাণ ও অন্যান্য তথ্য প্রদর্শিত হয়।
- গ্রুপ ডি কর্মচারীদের জিপিএফ স্টেটমেন্ট WBIFMS পোর্টাল থেকেই ডাউনলোড করা যায় (Group D GPF Statement Download)।
- জিপিএফ থেকে ফেরতযোগ্য অগ্রিম/ Refundable Loan নেওয়া যায়। সাধারণ কারণে তিন মাসের বেসিক বেতন অথবা জিপিএফে জমা টাকার অর্ধেক, এই দুটির মধ্যে যেটি কম হবে তা অগ্রিম হিসাবে নেওয়া যায়। তবে বিশেষ কারণে জিপিএফ এ জমা টাকার ৭৫% পর্যন্ত অগ্রিম নেওয়া যায়।
দেখুন: GPF সংক্রান্ত সকল নিবন্ধগুলি
- GPF এর নিয়ম অনুযায়ী (WB GPF rules) ফেরত যোগ্য অগ্রিম সর্বাধিক ২৪ মাসে অর্থাৎ ২৪ টি ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হয়। এক্ষেত্রে কোনরকম সুদ প্রদান করতে হয় না। তবে খুব বিশেষ ক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমতি সাপেক্ষে চল্লিশটি কিস্তি পর্যন্ত অনুমোদন করা হতে পারে।
- কর্মচারীদের জন্য অফেরতযোগ্য (Non-Refundable) অগ্রিম এর সুবিধাও আছে। অবশ্য এর জন্য কর্মচারীকে ১৫ বছর একটানা সার্ভিস করতে হবে অথবা অবসর হতে আর ১০ বছর বাকি থাকতে হবে। সর্বাধিক জমা টাকার ৭৫% পর্যন্ত Non-Refundable অ্যাডভান্স পাওয়া যায়। এই টাকা পরিশোধ করার প্রয়োজন হয় না।
- অবসর গ্রহণের বারো মাস আগের যেকোনো সময় ৯০% অগ্রিম নেওয়া যায় (90% Withdrawal)।
- চিকিৎসা সংক্রান্ত ব্যয়, বাড়ি নির্মাণ ও মেরামত, বিবাহ, শেষকৃত্য, উচ্চশিক্ষা ইত্যাদি কারণে এই অগ্রিম নেওয়া যায়।
- পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা জিপিএফ থেকে অগ্রিম নেওয়ার জন্য WBIFMS পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারেন।
- অবসর গ্রহণের তিন মাস আগে জিপিএফ সাবস্ক্রিপশন বন্ধ করতে হবে এবং ফাইনাল পেমেন্টের জন্য AGWB অফিসে আবেদন পত্র পাঠাতে হবে।
- জিপিএফ এর সুদের হার ৩ মাস অন্তর পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।