WB Health Scheme: এবার থেকে সরকারি কর্মচারীদের হেলথ স্কিমে ১৭ টি রোগের সাথে আনুষাঙ্গিক চিকিৎসার ক্লেম করা যাবে
পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের সুবিধা বৃদ্ধি পেল। আউটডোর চিকিৎসার জন্য আনুষাঙ্গিক রোগের ঔষধ ক্লেম করা যাবে।
WB Health Scheme: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি জনকল্যাণমূলক প্রকল্প হল পশ্চিমবঙ্গ হেলথ স্কিম (West Bengal Health Scheme) । পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকরা এই স্কিমের সুবিধা পেয়ে থাকেন। ইনডোর চিকিৎসার পাশাপাশি আউটডোর চিকিৎসার জন্যও সুবিধা পেয়ে থাকেন এই স্কিমের আওতায়। এবার পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের সুবিধা আরো বৃদ্ধি পেল। এখন থেকে আউটডোর চিকিৎসার ক্ষেত্রে ১৭ টি রোগের সাথে আনুষাঙ্গিক চিকিৎসার জন্যেও ঔষধের টাকা ক্লেম করা যাবে।
আউটডোর চিকিৎসার জন্য ১৭ টি রোগের নাম:
As per Clause 7(1) of Order No. 7287–F, dated 19-09-2008:
(i) | Malignant Diseases |
(ii) | Tuberculosis |
(iii) | Hepatitis B/C and Other Liver Diseases |
(iv) | Type-1 Insulin Dependent Diabetes |
(v) | Heart Diseases |
(vi) | Neurological Disorder / Cerebrovascular Disorders |
(vii) | Malignant Malaria |
(viii) | Renal Failure |
(ix) | Thallasaemia / Bleeding Orders / Platelet Disorders |
(x) | Injuries Caused by Accident (including Animal Bite) |
(xi) | Rheumatoid Arthritis |
(xii) | Systematic Lupus Erytthematous (LUPUS) |
(xiii) | Crohn’s Disease |
(xiv) | Endodontic Treatment (Root Canal Treatment) |
(xv) | COPD (Chronic Obstructive Pulmonary Disease) |
(xvi) | Ankylosing Spondylitis |
(xvii) | COVID-19 |
As per Clause 7(2) of Order No. 7287–F, dated 19-09-2008
1 | Neuro Surgery |
2 | Cardiac Surgery (Including Coronary Angioplasty and implants) |
3 | Cancer Surgery/ Chemotherapy/ Radiotherapy |
4 | Renal Transplant |
5 | Hip/ Knee replacement Surgery |
6 | Accident cases |
নতুন যে সুবিধা হেলথ স্কিমে যুক্ত হলো
উপরিউক্ত রোগগুলির সাথে আনুষাঙ্গিকভাবে অন্যান্য রোগ থাকলে আনুষাঙ্গিক রোগের জন্যও চিকিৎসার সমস্ত খরচ ক্লেম করা যাবে। তালিকাভুক্ত রোগ গুলির সাথে আনুষাঙ্গিক রোগের জন্য প্রয়োজনীয় ঔষধ এর খরচ পাওয়া যাবে হেলথ স্কিম থেকেই। এই সমস্ত ওষুধের তালিকা মধ্যে ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ঔষধ এর খরচও পাওয়া যাবে।
নতুন এই সুবিধার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকরা।
অফিসিয়াল অর্ডার: Clarification on OPD treatment under West Bengal Health Scheme (WBHS)
Order No: 164-F(Med) WB Date: 06/11/2023