Employees Corner

WBIFMS Pay Slip Download: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পে স্লিপ ডাউনলোড পদ্ধতি

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য নতুন পদ্ধতিতে নিজের পে স্লিপ ডাউনলোড করার পদ্ধতি দেওয়া হল।

WBIFMS Pay Slip Download 2024: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে প্রত্যেক মাসে সিস্টেম জেনারেটেড পে স্লিপ প্রদান করা হয়। WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন করার পর রাজ্য সরকারি কর্মচারীরা নিজের পে স্লিপ নিজেই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। যদিও এই পদ্ধতি বিগত কয়েক বছর ধরে চলে আসছে, তবুও অনেকেই এখনো বিষয়টি সম্পর্কে অবগত নয়। আবার যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সবেমাত্র চাকরিতে যোগদান করেছেন তাদের কাছে বিষয়টি নতুন। তাই তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলুন দেখে নেয়া যাক কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন।

WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন | Registration/ Sign Up at WBIFMS Portal

পে স্লিপ ডাউনলোড করার আগে অবশ্যই প্রত্যেক সরকারি কর্মচারীকে WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে। এর জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন:-

  • প্রথমে WBIFMS পোর্টালিটি ওপেন করুন (এখানে ক্লিক করতে পারেন: https://www.wbifms.gov.in/) ।
  • বাম দিকের নিচে eSE (Employee) ese employee অপশনটিতে ক্লিক করুন।
  • এবার “Signup for RegistrationSignup for Registrationঅপশনে ক্লিক করুন।
  • এবার একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে, এখানে আপনার HRMS ID/ Employee ID, মোবাইল নাম্বার, এবং স্ক্রিনে প্রদত্ত ক্যাপচা কোড লিখে Register বাটনে ক্লিক করুন।
Registration Form for WBIFMS Portal
  • এরপর আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। নির্দিষ্ট জায়গায় OTP টি প্রদান করে, ডিক্লারেশন এক্সেপ্ট করে, Create My Account বাটনে ক্লিক করুন।
how to register in WBIFMS
how to register in WBIFMS
  • সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি সাকসেস ম্যাসেজ আসবে এবং তার সাথে আপনার মোবাইলে একটি টেম্পোরারি পাসওয়ার্ড আসবে। (উদাহরণ: Ess-01b4)
  • প্রথমবারের জন্য এই টেম্পোরারি পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। নতুন পাসওয়ার্ড তৈরি করার সময় পুরনো পাসওয়ার্ড হিসেবে মোবাইলে আসা টেম্পোরারি পাসওয়ার্ডটি দিন।

নিজের প্রোফাইলে লগইন করুন | Login to WBIFMS Portal

একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজের প্রোফাইলে লগইন করে নেবেন। লগইন করার জন্য সব সময় eSE( Employee ese employee অপশনটি ব্যবহার করবেন।

  • WBIFMS হোম পেজের eSE( Employee) অপশনে ক্লিক করুন।
  • এমপ্লয়ী আইডি/ HRMS ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

পে স্লিপ ডাউনলোড করুন | WBIFMS Pay Slip Download

  • লগইন হয়ে গেলে My Documents অপশনে ক্লিক করে View Payslip অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনার পে স্লিপ গুলি দেখতে পেয়ে যাবেন।
  • যে মাসের পে স্লিপ ডাউনলোড করতে চাইছেন সেই মাসের নামের উপর ক্লিক করলে পে স্লিপটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।
WBIFMS Pay Slip Download Page
WBIFMS Pay Slip Download
  • পূর্বের বছরের পে স্লিপ ডাউনলোড করতে হলে, ওপরের বামদিকের এরো তে ক্লিক করুন।

WBPAY

The site wbpay.in is a collaborative platform voluntarily monitored by a dedicated group of West Bengal employees. The site features insightful posts and articles authored by experts in various fields, ensuring high-quality content that informs and engages the community. With a focus on transparency and public service, wbpay.in aims to provide valuable resources and updates relevant to the citizens and employees of West Bengal. For any query please mail us @[email protected]

Related Articles

Back to top button