Employees Corner

WB Government Employees: বড় খবর! জানুয়ারি মাসের প্রথমার্ধে এই ফর্ম অফিসে জমা না দিলে বেতন পাবেন না, এখনই দেখুন

অনলাইন অথবা অফলাইন এর মাধ্যমে আপনাকে এই ফর্ম অফিসে জমা করতে হবে।

WB Government Employees HRA Declaration form: বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা ১২ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা (HRA) পেয়ে থাকেন। তবে বাড়ি ভাড়া ভাতার সর্বোচ্চ পরিমাণ ১২,০০০টাকা। তবে এই টাকা পাওয়ার জন্য রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এইচআরএ ডিক্লারেশন ফর্ম জমা করতে হয়। প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথমে এবং জুলাই মাসের প্রথমে এই ফর্ম অফিসে জমা করতে হয়। অন্যথায় নিয়ম অনুযায়ী বেতন বন্ধ হতেও পারে। তাই অবশ্যই দেখে নিন কিভাবে এই ফর্ম জমা করবেন।

স্বামী-স্ত্রী উভয়ের মোট ১২ হাজার টাকা HRA

যদি কোন কর্মচারী এবং তার স্বামী/স্ত্রী রাজ্য বা কেন্দ্র সরকারি কর্মচারী হন এবং তিনি বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance) পেয়ে থাকেন, তবে উভয়ের মিলিয়ে মোট এইচআর এ এর পরিমাণ বারো হাজার টাকার বেশি হবে না।

HRA Declaration জমা দেওয়ার নিয়ম

প্রত্যেক বছর জানুয়ারি মাস এবং জুলাই মাসের শুরুতে HRA Declaration form জমা করতে হয়। সরকার নির্ধারিত নির্দিষ্ট ফর্মের মধ্যে বিবরণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট অফিসে এই ফর্ম জমা করতে হয়। তবে বর্তমানে WBIFMS পোর্টালের মাধ্যমে অনলাইনেও এইচআরএ ডিক্লারেশন জমা করা যায়।

অনলাইনে HRA Declaration জমা

বর্তমানে ডব্লিউবিআইএফএমএস পোর্টালে লগইন করে অনলাইনে HRA Declaration জমা করা যায়। এর জন্য নিচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে –

  • WBIFMS Portal এ আপনার এমপ্লয়ী নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • My Application মেনুর মধ্যে Employee HRA Declaration অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এবার আপনার বৈবাহিক তথ্য অনুযায়ী ফর্ম টি পূরণ করুন।
  • এরপর Save and Forward to Approver বাটন এ ক্লিক করে দিন।

বিস্তারিত দেখুন: Online HRA Declaration Process in HRMS

HRA Declaration Form ডাউনলোড

অনলাইনের পাশাপাশি আপনি চাইলে নিচের ফর্মটি ডাউনলোড করে তা পূরণ করে জমা করতে পারেন।

ডাউনলোড লিংক: Download Best HRA Declaration Form West Bengal PDF

Back to top button