ক্যালকুলেটর ছাড়াই কিভাবে জুলাই এর ইনক্রিমেন্ট হিসাব করবেন | How to Calculate Salary Increment Without Calculator
সামনেই জুলাই, ইনক্রিমেন্ট এর মাস দেখুন ক্যালকুলেটর ছাড়াই কিভাবে জুলাই এর ইনক্রিমেন্ট হিসাব করবেন।
Annual Salary Increment: জুলাই মাস ইনক্রিমেন্টের মাস। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই মাসে বার্ষিক সাধারণ স্যালারি ইনক্রিমেন্ট (Annaul Normal Increment) এর বেনিফিট পেয়ে থাকেন। এই বছর জুলাই ২০২৩ ও এর ব্যতিক্রম নয়। জুলাই এর ইনক্রিমেন্ট হওয়ার পর কত টাকা মোট স্যালারি হচ্ছে, তার আগে থেকে গণনা করে নেওয়াই যুক্তিযুক্ত। কারণ এর ফলে ইনক্রিমেন্ট দেওয়ায় কোন রকম ভুল হলে তা আগে থেকেই সংশোধন করে নেয়া যাবে।
যদিও আমাদের এই ওয়েবসাইটের ইনক্রিমেন্ট ক্যালকুলেটর ব্যবহার করে আপনি খুব সহজেই নিজের বর্ধিত স্যালারি জেনে যেতে পারবেন, তবুও এই আর্টিকেলটি দেখার পর আপনার কোন ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। নিচে বিস্তারিত ভাবে দেখানো হয়েছে কিভাবে কোন ক্যালকুলেটর ছাড়াই বার্ষিক স্যালারি ইনক্রিমেন্ট এর হিসাব করবেন। তবে তার আগে ইনক্রিমেন্ট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া প্রয়োজন।
বার্ষিক স্যালারি ইনক্রিমেন্ট কি? | What is Annual Salary Increment?
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা প্রত্যেক বছর জুলাই মাসে পূর্বের স্যালারি এর তুলনায় বর্ধিত স্যালারি পান। এই সেলারি ইনক্রিমেন্টের হিসাব পূর্বে বেসিক পে এর ৩ শতাংশ হিসেবে করা হতো। কিন্তু রোপা ২০০৯ এর বাস্তবায়নের পর থেকে এই ইনক্রিমেন্ট ৩ শতাংশ এর কাছাকাছি হলেও পুরোপুরি ৩ শতাংশ হয় না। কখনও কম হয় কখনো বেশি হয়।
বার্ষিক স্যালারি ইনক্রিমেন্টের জন্য আদেশ নামা | Order for Annual Salary Increment
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বার্ষিক স্যালারি ইনক্রিমেন্টের বিস্তারিত বিবরণ দেওয়া আছে পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস এবং রোপা ২০০৯ এ। এর জন্য প্রত্যেক বছর কোনরকম আদেশ নামা প্রকাশের প্রয়োজন হয় না।
বার্ষিক স্যালারি ইনক্রিমেন্টের হিসাব | Calculation of Annual Salary Increment
বার্ষিক সেলারি ইনক্রিমেন্ট এর হিসাব করতে হলে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আমাদের ইনক্রিমেন্ট ক্যালকুলেটর ব্যবহার করা। তবে তাছাড়াও আপনি মাইক্রোসফট এক্সেল ও ব্যবহার করতে পারেন। যে কোন ক্যালকুলেটরে বেসিক পে কে ৩ শতাংশ বাড়িয়ে কাছাকাছি 100 এ পরিবর্তন করে এই হিসেবে আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তবে কোন ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই আপনি কিভাবে ইনক্রিমেন্ট হিসাব করবেন তা নিচে দেখে নিন।
ক্যালকুলেটর ছাড়াই বার্ষিক স্যালারি ইনক্রিমেন্টের হিসাব | Calculate Salary Increment Without Calculator
ক্যালকুলেটর ছাড়াই বার্ষিক স্যালারি ইনক্রিমেন্ট হিসাব করার জন্য প্রয়োজন হবে আপনার পে স্লিপ এবং রোপা ২০১৯ এর পে মেট্রিক্স। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেয়া হলো:
- প্রথমে জুন মাসের পে স্লিপ টি ডাউনলোড করে নিন। পে স্লিপ ডাউনলোড করতে WBIFMS Portal টি ওপেন করে e-Services for Employees অপশন থেকে সাইন ইন করে My Documents অপশন থেকে পে স্লিপ অপশনটি সিলেক্ট করে জুন মাসের পে স্লিপ টি ডাউনলোড করে নিতে হবে।
এখানে দেখুন: কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন। - পে স্লিপ এ আপনার বর্তমান বেসিক পে এবং পে লেভেল লক্ষ্য করুন। সহায়তার জন্য নিচের স্যাম্পেল পে স্লিপটি লক্ষ্য করুন:-
- স্যাম্পেল পে স্লিপ এ ওই কর্মচারীর পে লেভেল হল ৯ এবং বেসিক পে ৫৭১০০ টাকা।
- এবার নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে রোপা ২০১৯ পিডিএফ ডাউনলোড করে নিন।
- ডাউনলোড করার পর রোপা ২০১৯ এর পিডিএফ ফাইল এর ১২, ১৩ এবং ১৪ নম্বর পেজটি থেকে পে ম্যাট্রিক্স টি দেখতে হবে। ডাউনলোড না করেও আপনি নিচের ছবি গুলি থেকে পে ম্যাট্রিক্স টি পেয়ে যাবেন।
- এরপর নির্দিষ্ট পেজ এ আপনার পে লেভেল টি খুঁজে নিন। এবং ওই একই কলামে আপনার বেসিক পে লক্ষ্য করুন।
- এই একই কলামে আপনার বেসিক পে এর পরের সংখ্যাটি হল নতুন ইনক্রিমেন্ট এর পরের বেসিক পে।
এর পর বাকি এলাউন্স গুলি যেমন HRA 12% ও DA 6% এর পরিমাণ নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করে নিতে হবে। এর জন্য আপনি আমাদের ইনক্রিমেন্ট ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
রোপা ২০১৯ পে ম্যাট্রিক্স | ROPA 2019 Pay Matrix
হিসাবের সুবিধার জন্য রোপা ২০১৯ পে ম্যাট্রিক্স (ROPA 2019 Pay Matrix) দেওয়া হল।
বার্ষিক স্যালারি ইনক্রিমেন্ট ক্যালকুলেটর | Annual Salary Increment Calculator
ক্যালকুলেশনের সুবিধার জন্য নিচে ২০২৩ এর স্যালারি ইনক্রিমেন্ট ক্যালকুলেটর দেওয়া হল:
এই পোস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের আরো পোস্ট দেখার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।