ছুটি

Holiday: শিক্ষক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর কি ছুটি ঘোষণা করা হয়েছে? বিভ্রান্ত না হয়ে দেখুন বিস্তারিত

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আদৌ কি কোন ছুটি ঘোষণা হয়েছে? দেখুন বিস্তারিত এখানে।

Holiday for Teachers Day: আগামী মঙ্গলবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে সমগ্র ভারত বর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। দিনটি ভারতীয়দের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন সামনের মঙ্গলবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অফিস ছুটি থাকবে কিনা। বিভ্রান্ত না হয়ে দেখে নিন সঠিক খবরটি।

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। নানা রকম ভাবে নানান অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিদ্যালয়ে পালন হয়ে থাকে শিক্ষক দিবস। এবারের শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে। এবারেও মনে করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই শিক্ষক দিবস।

তবে শিক্ষক দিবস উপলক্ষে ছুটি ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অফিসের ২০২৩ সালের সারা বছরের ছুটি কবে কবে থাকবে তার লিস্ট প্রকাশিত হয়েছে ২১ অক্টোবর ২০২২ এ। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর এই অর্ডার প্রতিবছর প্রকাশ করে। দেখুন অর্ডার: 4331-F(P2)

এই অর্ডারে শিক্ষক দিবস উপলক্ষে ৫ সেপ্টেম্বর কোন ছুটির কথা উল্লেখ করা নাই। তাছাড়া বিদ্যালয়গুলির জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে যে মডেল হলিডে লিস্ট (Model Holiday List 2023) প্রকাশিত হয়েছে সেখানেও ৫ সেপ্টেম্বর কোন ছুটির উল্লেখ নাই। তবে কোন বিদ্যালয়ে যদি এই মডেল হলিডে লিস্টটির কিছু পরিবর্তন করে থাকেন তবে ওইদিন ওই স্কুলগুলি বন্ধ থাকতে পারে। তবে স্বাভাবিকভাবে অন্যান্য রাজ্য সরকারি অফিস গুলি নিয়মিতভাবে খোলা থাকবে। তবে বুধবার ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত অফিস এবং বিদ্যালয়ে গুলি ছুটি থাকবে

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button