Casual Leave: ১৬ এবং ১৭ এপ্রিল কী CL নেওয়া যাবে? সঠিক নিয়ম জেনে নিন

Casual Leave: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ ছুটি গুলির মধ্যে ক্যাজুয়াল লিভ একটি গুরুত্বপূর্ণ ছুটি। সরকারি কর্মচারীরা সাধারণত ছোট ব্যবধানের ছুটি হিসাবে এই ছুটি নিয়ে থাকেন। তবে এই ছুটি একটানা মোট কত দিন নেওয়া যায় তাই নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত।
আগামী সপ্তাহে বেশ কয়েকটি ছুটি থাকার কারণে অনেকে টানা ছুটি নিয়ে কোথাও বেড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে সঠিক নিয়ম না জেনে ক্যাজুয়াল লিভের (Casual Leave) আবেদন করলে তা অনুমোদন হবেনা।
ক্যাজুয়াল লিভ (CL)-এর নিয়ম অনুযায়ী ছুটির দিন সহ একটানা সাত দিনের বেশি সময় অফিসে যেন অনুপস্থিত না হয়। সর্বাধিক ৭ দিন পর্যন্তই অনুপস্থিত থাকা যায়।
আরো দেখুন: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ক্যাজুয়াল লিভের নিয়ম
এই সপ্তাহে যে ছুটি গুলো আছে:
- ১২ এপ্রিল: শনিবার (যে সকল অফিস শনিবার বন্ধ থাকে)
- ১৩ এপ্রিল: রবিবার
- ১৪ এপ্রিল: ড: ভিমরাও রামজী আম্বেদকরের জন্মদিন
- ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ
- ১৮ এপ্রিল: গুড ফ্রাইডে
- ১৯ এপ্রিল: শনিবার (যে সকল অফিস শনিবার বন্ধ থাকে)
- ২০ এপ্রিল: রবিবার
শনিবার যে সকল অফিস বন্ধ থাকে তাদের ক্ষেত্রে:
যে সকল অফিস শনি ও রবিবার বন্ধ থাকে তাদের ক্ষেত্রে ১২ এপ্রিল শনিবার থেকে ১৫ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত একটানা ছুটি থাকবে। আবার ১৮ এপ্রিল শুক্রবার থেকে ২০ এপ্রিল রবিবার পর্যন্ত ছুটি থাকবে। মাঝের ১৬ এবং ১৭ এপ্রিল ছুটি নিলে মোট অনুপস্থিতির দিন সংখ্যা হবে ৯ দিন। তাই এই সকল অফিসের কর্মীরা ১৬ ও ১৭ এপ্রিল ক্যাজুয়াল লিভ (CL) নিতে পারবেন না। তবে ওই দুই দিন আর্নড লিভ (EL) কিংবা অন্য ছুটি নিতে পারবেন। সেক্ষেত্রে আগের ছুটির দিনগুলি প্রিফিক্স এবং পরের ছুটির দিনগুলি সাফিক্স এ দেখাতে হবে।
শনিবার যে সকল অফিস খোলা থাকে:
যে সকল অফিস শনিবার খোলা থাকে তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা হবে। ১৩ এপ্রিল রবিবার থেকে ১৫ এপ্রিল মঙ্গলবার একটানা ছুটি থাকবে। আবার ১৮ এপ্রিল ছুটি থাকবে। মাঝের ১৬ ও ১৭ এপ্রিল ছুটি নিলে মোট অনুপস্থিতির দিন সংখ্যা হবে ৬ দিন। অর্থাৎ নিয়ম অনুযায়ী এই সকল অফিসের কর্মীরা ১৬ ও ১৭ এপ্রিল ক্যাজুয়াল লিভ নিতে পারবেন।
আরো বিস্তারিত ব্যাখ্যার জন্য এই ভিডিওটি দেখুন:
আরো দেখুন: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সকল ছুটির নিয়ম