Service Rules

জেনে রাখা ভালো: সরকারি কর্মচারীদের অর্জিত ছুটি (EL) এর নিয়ম, শিক্ষকদের জন্যই বা কী?

Earned Leave (EL): পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের (West Bengal Government Employees) জন্য উপলব্ধ সবকটি ছুটির মধ্যে অর্জিত ছুটি বা Earned Leave (EL) অন্যতম। বিশেষ প্রয়োজন, দূরে কোথাও বেড়াতে যাওয়া, অসুস্থতা ইত্যাদির কারণে সরকারি কর্মচারীরা সাধারণত এই ছুটি ব্যবহার করেন। এই নিবন্ধে সরকারি কর্মচারীদের অর্জিত ছুটির সম্বন্ধে কয়েকটি কথা আলোচনা করা হচ্ছে।

অর্জিত ছুটির নিয়ম | Earned Leave (EL) Rules:

  • WBSR-I এর 169, 170 এবং 176 নং রুল এ অর্জিত ছুটি সন্ধন্ধে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে ।
  • এই ছুটি বছরে ২ বার অগ্রিম জমা হয় । ১লা জানুয়ারি ১৫ দিন এবং ১ লা জুলাই ১৫ দিন।
  • প্রতি এক মাস চাকরি সম্পূর্ণ করলে ২.৫ দিন অর্জিত ছুটি জমা হয়।
  • অর্জিত ছুটি ব্যক্তিগত কারণে বা চিকিত্সার প্রয়োজনে নেওয়া যায়।
  • এখন অর্জিত ছুটি ৩০০ দিন পর্যন্ত জমা করা যায়। এই ৩০০ দিনের ছুটির জন্য চাকরির মেয়াদকালের শেষে ৩০০ দিনের Leave Salary পাওয়া যাবে।
  • যদি কোনো কর্মচারীর ১ লা জানুয়ারী থেকে ৩০ জুনের মধ্যে অথবা ১ লা জুলাই  থেকে ৩১ শে ডিসেম্বর এর মধ্যে Extraordinary Leave থাকে অর্থাত বিনা বেতন ছুটি থাকে সেক্ষেত্রে প্রতি ১০ দিনের জন্য ১ দিন অর্জিত ছুটি বাদ যাবে, এবং পরের বছর ওই ছুটি বাদ দিয়ে জমা হবে। কিন্তু কখনই তা ১৫ দিনের বেশি হবে না।
  • সরকারের অনুমোদন ছাড়া একটানা ১২০ দিনের বেশি অর্জিত ছুটি মঞ্জুর করা যায়না।
  • এই ছুটি মেটারনিটি লিভ, বিনা বেতন ছুটি এবং অর্ধ বেতন ছুটির সাথে নেওয়া যায়।
  • এই ছুটিতে থাকাকালীন কর্মচারী সম্পূর্ণ বেতন পাবেন।
  • কাজ্যুয়াল লিভের সাথে এই ছুটি যোগ করে নেওয়া যায় না।

আরও দেখুন: All Types of Leave Rules for West Bengal Government Employees

WB Pay

শিক্ষকরা কি পাবেন অর্জিত ছুটি? | Earned Leave (EL) Rules for Teachers

পশ্চিমবঙ্গ সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় শিক্ষকরা বছরের নির্দিষ্ট সময় ভেকেশনের ছুটি পান। যেমন গ্রীষ্মের ছুটি, পূজার ছুটি ইত্যাদি। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস এর ছুটির নিয়ম অনুযায়ী এই ডিপার্টমেন্ট ভেকেশন ডিপার্টমেন্ট এর আওতায় পড়ছে। ভেকেশন ডিপার্টমেন্টের কর্মচারীরা কোন অর্জিত ছুটি পান না। তবে ওই দপ্তরের কোন কর্মচারী যদি ভেকেশনের প্রাপ্ত ছুটি থেকে কোন বছর বঞ্চিত হন, অর্থাৎ ভ্যাকেশনের ছুটিতে সরকারি কাজ করতে হয় সেক্ষেত্রে সেই বছর তার ছুটির অ্যাকাউন্টে ৩০ দিন অর্জিত ছুটি হিসেবে ধরা হবে। এই ছুটি কাজ করার অনুপাতিক হারে অর্জিত ছুটি হিসেবে জমা হবে।

আরও দেখুন: জেনে রাখা ভালো: রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের ক্যাজুয়াল লিভের নিয়ম

WB Pay

বর্তমান নিয়ম অনুযায়ী 30 দিন পর্যন্ত অর্জিত ছুটি জমানো যায় (Rule 171 WBSR-I), আদালতের বিচারক রেজিস্টার এবং কর্মচারী ইত্যাদি যারা ভ্যাকেশন ডিপার্টমেন্টের আওতাভুক্ত তাদের অর্জিত ছুটির বিষয়টি বিবেচিত হয়ে থাকে Rule 172 WBSR-I অনুযায়ী।

এই পোস্ট এবং রুলস সম্বন্ধে আপনাদের যদি কোন মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কোন সংশোধনের প্রয়োজন হলে আমাদের তরফ থেকে দ্রুততার সঙ্গে সংশোধন করা হবে। ধন্যবাদ।

WBPAY

The site wbpay.in is a collaborative platform voluntarily monitored by a dedicated group of West Bengal employees. The site features insightful posts and articles authored by experts in various fields, ensuring high-quality content that informs and engages the community. With a focus on transparency and public service, wbpay.in aims to provide valuable resources and updates relevant to the citizens and employees of West Bengal. For any query please mail us @ [email protected]

Related Articles

2 Comments

  1. National Health Mission er onek kormochari jara Out door duty koren tara kono sorkar ghoshito chuti pai na,othocho office kormira peye thake,ei bishoi ta ektu vabbar bishoy

  2. Ami govt school teacher, vacation e duty kore El joma hoyechhe kichhu, teacher der er sposto kono niyom jana nei amader school e, retirement er somoy koyekjon teacher prblm e porchhen clerk nei bole.

Back to top button