Employees Corner

GPF: এখন অনলাইনেই জিপিএফ সাবস্ক্রিপশন পরিবর্তনের আবেদন করতে পারেন, কিভাবে করবেন দেখুন

রাজ্য সরকারি কর্মচারীরা এখন অনলাইনেই জেনারেল প্রভিডেন্ট ফান্ড এমাউন্ট পরিবর্তনের আবেদন করতে পারেন।

General Provident Fund (GPF): আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এক আর্থিক বছরে দুইবার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সাবস্ক্রিপশন বাড়াতে পারেন এবং একবার কমাতে পারেন। তবে বেশিরভাগ সরকারি কর্মচারী মার্চ মাসেই এই পরিবর্তন করে থাকে। মার্চ মাসে পরিবর্তন করলে তা নতুন একাউন্ট স্টেটমেন্ট এ প্রথম থেকেই প্রতিফলিত হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) সাবস্ক্রিপশন পরিবর্তনের জন্য আবেদন করবেন।

আবেদনের পূর্বে কিছু লক্ষণীয় বিষয়:

জিপিএফ সাবস্ক্রিপশন এমাউন্ট পরিবর্তন করার আগে কিছু বিষয় লক্ষণীয়।

  • রাজ্য সরকারি কর্মচারী তার নিজের বর্তমান জিপিএফ সাবস্ক্রিপশন অ্যামাউন্ট দেখতে পারবেন।
  • কোন মাস থেকে অ্যামাউন্ট বাড়ানো হবে তা উল্লেখ করতে পারবেন।
  • আপনার পাঠানো রিকোয়েস্ট টি DDO এপ্রুভ করলে তবেই স্যালারি বিল থেকে ওই পরিমাণ কাটানো হবে।
  • Memo No. 8912-F(J) dated 01/11/2012 অনুযায়ী একজন একটি আর্থিক বছরে ২ বার বাড়াতে পারেন এবং ১ বার কমাতে পারেন।
  • একজন সরকারি কর্মচারীকে তার বেসিক পে এর অন্তত ৬ শতাংশ জিপিএফ এ কাটাতে হবে। এবং তিনি চাইলে তার বেসিক পে এর পুরোটাই কাটাতে পারেন। কিন্তু সাবস্ক্রিপশন এমাউন্ট কখনোই বেসিক পে এর বেশি যেন না হয়।

অনলাইন জিপিএফ সাবস্ক্রিপশন পরিবর্তনের আবেদন পদ্ধতি | Online GPF Subscription Amount Change Process:

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন অনলাইনেই জিপিএফ সাবস্ক্রিপশন এমাউন্ট পরিবর্তন করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। এর জন্য কর্মচারীকে WBIFMS Portal ব্যবহার করতে হবে। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেখানো হলো:-

  • প্রথমে WBIFMS Portal এ নিজের Employee ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর “My Application” এর মধ্যে “GPF Subscription change request” অপশনে ক্লিক করতে হবে।
  • কোন তারিখ থেকে পরিবর্তন করতে চান তা বেছে নিতে হবে।
  • Amount এর জায়গায় আপনার নতুন জি পি এফ সাবস্ক্রিবশন এমাউন্ট লিখতে হবে।
  • আপনি চাইলে To Date অপশনটি লিখতেও পারেন বা ফাঁকা রাখতে পারেন ( তবে এটি ফাঁকা রাখাই ভালো )।
  • এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর একটি ‘সাকসেসফুল’ মেসেজ আসবে, OK তে ক্লিক করে দেবেন।
  • এবার আপনার রিকোয়েস্ট টি ফরওয়ার্ড করার জন্য নিচের “Forward” বাটনে ক্লিক করবেন।
Send GPF Subscription Change Request
Send GPF Subscription Change Request

DDO এই রিকোয়েস্ট একসেপ্ট করবেন:

আপনার দ্বারা ফরোয়ার্ড করা রিকোয়েস্ট DDO একসেপ্ট করবেন। একসেপ্ট করা হয়ে গেলেই নতুন জিপিএফ সাবস্ক্রিপশন এমাউন্ট স্যালারি বিলে দেখা যাবে। এবং তা পরবর্তীতে AGWB একাউন্ট এ প্রতিফলিত হবে। তবে এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে যদি কোন এমপ্লয়ীর ফরওয়ার্ড করা রিকোয়েস্ট DDO এর ইনবক্সে থেকে যায় তবে তার নাম স্যালারি বিলে আসবেনা।

WBPAY

The site wbpay.in is a collaborative platform voluntarily monitored by a dedicated group of West Bengal employees. The site features insightful posts and articles authored by experts in various fields, ensuring high-quality content that informs and engages the community. With a focus on transparency and public service, wbpay.in aims to provide valuable resources and updates relevant to the citizens and employees of West Bengal. For any query please mail us @ [email protected]

Related Articles

Back to top button