NGIPF

Online PF: এবার শিক্ষক শিক্ষাকর্মীরাও অনলাইন এ PF Loan এপ্লাই করতে পারবেন

Online PF Balance Check, Account Statement Download, Loan Apply for Teachers and Non Teaching Staffs and others

Online PF for Teachers NGIPF : পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের WBIFMS পোর্টাল এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী দের স্যালারি, ছুটি, জিপিএফ লোন ইত্যাদির প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে অর্থ দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষা-কর্মী এবং অন্যান্য দপ্তরের কর্মচারীরাও অনলাইন এ Provident Fund (PF) সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন। এর মধ্যে আছে পিএফ এর ব্যালান্স চেক করা, PF Statement ডাউনলোড করা, PF থেকে লোন এর জন্য আবেদন করা ইত্যাদি।

Online PF for Teachers and Others

১২ ই জুলাই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে যে, খুব শীঘ্রই শিক্ষা দপ্তর, লোকাল বডিস এবং অন্যান্য এই গোত্রীয় অফিসের ক্ষেত্রে কর্মচারীদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনস প্রভিডেন্ট ফান্ড (NGIPF) চালু হতে চলেছে। এর ফলে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্ত বিষয় অতি দ্রুত মীমাংস হবে। মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

১৪ই জুলাই আর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ দপ্তর বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়েছে যে কোন দপ্তরের মধ্যে কি কি বিষয় বর্তাবে। সমগ্র প্রক্রিয়াটি ডাইরেক্টরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্সুরেন্স (DPPG) দ্বারা পরিচালিত হবে। এ প্রসঙ্গে উল্লেখ্য পশ্চিমবঙ্গের গ্রুপ ডি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত দায়িত্ব পালন করে এই সংস্থা। এবং গ্রুপ ডি ব্যতীত অন্যান্য কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের দায়িত্ব রয়েছে এ জি ডব্লিউ বি (AGWB) এর কাছে।

প্রথমে বর্তমান প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স এন্ট্রি করার প্রক্রিয়ার সম্পূর্ণ হবে। সমগ্র প্রক্রিয়াটি পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং এটি অফিস লেভেল থেকে শুরু হবে এবং ডিপিপিজি দ্বারা তা অ্যাপ্রুভ করা হবে। এপ্রুভ হয়ে গেলে শিক্ষক-শিক্ষা কর্মী এবং অন্যান্য কর্মচারীরা নিজেদের ও এস এম এস (OSMS) আইডি দিয়ে লগইন করতে পারবেন।

কী সুবিধা পাওয়া যাবে?

  • অনলাইনে পিএফ এর ব্যালেন্স জানা যাবে
  • পিএফ এর বার্ষিক স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে
  • পিএফ এর লোন এর আবেদন করা যাবে
  • অবসর গ্রহণের পর অনলাইনে পিএফ এর ফাইনাল পেমেন্ট এর জন্য অনুমোদন করা হবে।

কোন দপ্তরের কর্মচারীরা Online PF সুবিধা পাবেন?

নিম্নলিখিত তথ্যের কর্মচারীরা অনলাইনে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এই সমস্ত সুবিধা গুলি পাবেন।

  1. পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর
  2. পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর
  3. Urban Development and Municipal Affairs Department
  4. Panchayat and Rural Development Department
  5. Mass education Extn. & Lib. Services
  6. Agriculture
  7. Animal resources development
  8. Health and Family Welfare
  9. Department of Technical Education training and skill development
  10. Minority affairs and Madrasa education

এই সংক্রান্ত অর্ডারগুলি পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

Order No: 4309-F(e Gov) Dated: 12/07/2023

Order No: 4357-F(e Gov) Dated: 14/07/2023

প্রশ্ন উত্তর:

Is Primary Teachers of West Bengal can download Provident Fund Statement online?

Yes, after implementation of NGIPF module of WBIFMS, All primary teachers of West Bengal Govt aided schools can download Provident Fund (PF) Statement.

From which website can I check Provident Fund balance?

From WBIFMS portal, www.wbifms.gov.in one eligible employee can check his/ her own Provident Fund balance.

Join telegram group
Back to top button