NGIPF

Online PF: শিক্ষকদের অনলাইন প্রভিডেন্ট ফান্ডের রেজিস্ট্রেশন করার লিংক দেওয়া হল, দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন

স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখুন কিভাবে অনলাইন প্রভিডেন্ট ফান্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন।

Online PF: পশ্চিমবঙ্গের বিদ্যালয় এবং বিভিন্ন দপ্তর গুলিতে শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারীদের জন্য অনলাইন প্রভিডেন্ট ফান্ডের বা NGIPF সুবিধা উপলব্ধ করেছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN)। বেশ কিছুদিন ধরে অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এর অ্যাকাউন্ট নাম্বার প্রস্তুত করার কাজ চলছিল। এখন এই কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি স্কুলে রেজিস্ট্রেশন করার জন্য অপশন দেওয়া হয়েছে WBIFMS পোর্টালে।

কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?

WBIFMS পোর্টালে এখনো পর্যন্ত প্রতিটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, টিচার ইনচার্জ, AHM cum TIC রা নিজেদের লগইন আইডি প্রস্তুত করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তী পদক্ষেপে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই সুবিধা উপলব্ধ হবে। জানা যাচ্ছে অক্টোবর মাসে এই সুবিধা উপলব্ধ হতে পারে। এবং প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মীদের জন্য রেজিস্ট্রেশন এবং লগইন করার অপশন কিছুদিনের মধ্যেই শুরু হবে।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

WBIFMS পোর্টালে অনলাইন প্রভিডেন্ট ফান্ড (NGIPF) এর সুবিধা উপলব্ধ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। নিচের পদ্ধতি অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন:-

১. প্রথমে WBIFMS পোর্টালটি (https://www.wbifms.gov.in/) যে কোন ব্রাউজারে ওপেন করতে হবে।

Secondary School Registation option for NGIPF in WBIFMS Portal

২. এরপর Secondary School Registation অপশনটিতে ক্লিক করতে হবে। এর ফলে একটি রেজিস্ট্রেশন ফর্ম (Online Provident Fund) ওপেন হবে।

৩. এই রেজিস্ট্রেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে।

Registration Form for NGIPF for Head Master of School
Registration Form for NGIPF for Head Master of School

৪. এই ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। যেখানে একটি সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড থাকবে।

৫. এরপর আবার WBIFMS পোর্টালের হোম পেজটি ওপেন করতে হবে। এবং সেখান থেকে NGIPF অপশনটিতে ক্লিক করতে হবে।

NGIPF Login Option
NGIPF Login Option

৬. এরপর কি লগইন পেজ ওপেন হবে। এই পেজে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনার নিজের তৈরি ইউজার আইডিটি এন্টার করতে হবে এবং আপনার মোবাইলে প্রাপ্ত সিস্টেম জেনারেটর পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে।

Login Page of NGIPF
Login Page of NGIPF

৭. প্রথমবারের জন্য সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিজের পছন্দমত পাসওয়ার্ড প্রস্তুত করে নিতে হবে।

৮. লগইন করার পর অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের এবং কর্মচারীদের তথ্য গুলি আপডেট করতে হবে এবং ইউজার এডমিনিস্ট্রেশন অপশন ব্যবহার করে অন্যান্য করণিক স্টাফের আইডি পাসওয়ার্ড প্রস্তুত করতে হবে।

এভাবে সমস্ত পদ্ধতিটি সম্পন্ন করা হলে কিছুদিনের মধ্যেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীগণ নিজস্ব লগইন আইডিতে লগইন করে অনলাইন প্রভিডেন্ট ফান্ডের সুবিধা উপলব্ধ করতে পারবেন। অনলাইন ব্যালেন্স চেক, টাকা কাটানোর পরিমাণ, ঋণের জন্য আবেদন ইত্যাদি কাজগুলি নিজে থেকেই করতে পারবেন।

Back to top button