Last Updated on December 3, 2021 by WBPAY
পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি কর্মচারী ব্যতীত অন্যান্য কর্মচারীরা Principal Accountant General এর ওয়েবসাইট থেকে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। কিন্তু গ্রুপ ডি কর্মচারীদের জিপিএফ স্টেটমেন্ট যেহেতু DPPG এর অধীনে থাকে তাই Principal Accountant General এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। কিভাবে ডাউনলোড করবেন দেখার জন্য এই পোস্টটি সম্পুর্ন দেখুন। এবং গ্রুপ ডি ব্যতীত অন্যান্য কর্মচারীরা কিভাবে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটি এখানে ক্লিক করে দেখে নিন।
1) প্রথমে WBIFMS Portal (https://www.wbifms.gov.in/) ওপেন করতে হবে যে কোনো একটি ব্রাউজার থেকে, আথবা আপনি এখানেও ক্লিক করতে পারেন।
এর ফলে WBIFMS Portal এর হোম পেজটি ওপেন হয়ে যাবে।

এখানের CLOSE বাটন এ ক্লিক করুন।
এর ফলে HOME পেজটি চলে আসবে।

2) এবার e-Services for Employees অপ্শন থেকে সাইন ইন অপ্শন এ ক্লিক করতে হবে।

3) এখানে আপনার এম্প্লয়ী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
যদি রেজিস্টার না করা থাকে তাহলে কিভাবে রেজিস্টার করবেন এখানে ক্লিক করে দেখে নিন ।

4) লগইন হয়ে গেলে বামদিকের মেনু থেকে GPF অপ্শন এ ক্লিক করুন তারপর Report থেকে GPF Account Statement অপ্শন এ ক্লিক করুন।
5) এরপর ডান দিকের অপ্শন গুলি থেকে Financial Year সিলেক্ট করুন । এবার Statement Type থেকে Synoptic Statement আথবা Detail Statement বেছে নিন আপনি যেটা চাইছেন।
6) এরপর Generate Report বাটন এ ক্লিক করুন।
এর ফলে GPF Account Statement ডাউনলোড হয়ে যাবে।

এম্প্লয়ীর নিজস্ব লগইন থেকে ছাড়াও অফিস এর লগইন (DDO/HOO) থেকেও গ্রুপ ডি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। DDO/HOO লগইন থেকে কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন এখানে ক্লিক করে দেখে নিন।
গ্রুপ ডি ব্যতীত অন্যান্য কর্মচারীরা কিভাবে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটি এখানে ক্লিক করে দেখে নিন।
Download WBPAY Apps for Orders and Guidelines